কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

রোববার (১ জুন) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেমসহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়।

আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করা হয়। যদিও ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করায় নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে তারা।

হুথিদের দাবি, তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি ‘ভ্রাতৃত্বপূর্ণ সংহতির’ অংশ। এর আগে মে মাসের শুরুতে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর- বেন গুরিয়নের সীমানা প্রাচীরে আঘাত হানে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়।

হুথিদের এসব আক্রমণের জবাবে ইসরায়েলও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে রাজধানী সানা, বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে দীর্ঘপথ অতিক্রম করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র হুথিদের সামরিক সক্ষমতারই প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানার সন্ধান

চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন ঢাকার অর্থঋণ আদালতের মুজাহিদুর

স্মিথের চোখের নিচে ‘কালো টেপ’, জানা গেল আসল কারণ

মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি

হুমকির পর মাঠে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

কেন নাতনিকে বিয়ে দিতে চান না জয়া বচ্চন?

নবজাতকের টিকা কার্ড করতে দিতে হয় টাকা

কবে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, জানাল শ্রীলঙ্কা

খুব প্রেম করতে ইচ্ছা করছে: স্বস্তিকা দত্ত

১০

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

১১

আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা

১২

উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশুটিকে

১৩

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান 

১৪

রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

১৫

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. এ জেড এম জাহিদ 

১৬

পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রী শাহনাজের

১৭

ভয়ংকর এই যুদ্ধবিমান বিশ্বের মাত্র একটি দেশেই আছে

১৮

আজ বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত? 

১৯

স্ত্রীর জন্য নায়িকাদের সঙ্গে রোমান্স করতে ভয় পান কপিল

২০
X