কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

রোববার (১ জুন) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেমসহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়।

আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করা হয়। যদিও ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করায় নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে তারা।

হুথিদের দাবি, তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি ‘ভ্রাতৃত্বপূর্ণ সংহতির’ অংশ। এর আগে মে মাসের শুরুতে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর- বেন গুরিয়নের সীমানা প্রাচীরে আঘাত হানে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়।

হুথিদের এসব আক্রমণের জবাবে ইসরায়েলও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে রাজধানী সানা, বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে দীর্ঘপথ অতিক্রম করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র হুথিদের সামরিক সক্ষমতারই প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে 

জামায়াতের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

৭ দাবিতে দেশের বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন

জাল নোট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার

গাজার নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গোত্র

ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

হাসপাতালে হানিয়া আমির

ছুরিকাঘাতে ছাত্রদলের দুজন নিহত, অভিযোগের আঙুল যার দিকে

১০

রাকসু নির্বাচনে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ

১১

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

১২

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

১৩

সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

১৪

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

১৫

হোয়াইটওয়াশের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ২ টাইগার ক্রিকেটার

১৬

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

১৭

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

১৮

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, প্রাণ গেল নারীর

১৯

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

২০
X