সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) তথ্যানুসারে, এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উষ্ণ তাপমাত্রা শারজাহের আল ধাইদে রেকর্ড করা হয়েছে। সেখানে থার্মোমিটারে সর্বোচ্চ ৫০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তবে আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির খবরও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস আউটলেটের।
সোমবার (১৪ জুলাই) আমিরাতের সর্বোচ্চ পাঁচটি তাপমাত্রার অঞ্চল হলো-আল ধাইদে ৫০.২ ডিগ্রি সেলসিয়াস, সাইহ আল সালেমে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আল শাওমামেখে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস, সোয়েহানে ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস ও আল ওয়াথবাহে ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা গ্রীষ্মে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। ফলে কিছু সময়ের জন্য স্বস্তি মিলবে।
এনসিএম পূর্বাভাস দেওয়া এই সপ্তাহে দেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখের পাশাপাশি সতর্কতাও জারি করেছে। বলেছে, আগামী দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে ধুলাবালি ঝড়ের প্রবল সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল নাগাদ আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে এবং পূর্বদিকে কিছু মেঘ তৈরি হতে পারে। বৃষ্টিপাতের জন্য এ মেঘ গুরুত্বপূর্ণ। দিনের বেলায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে বাতাস সতেজ হয়ে উঠবে। যার ফলে ধুলা উঠবে। এ সময় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পৌঁছাতে পারে। আরব উপসাগর এবং ওমান সাগরে সমুদ্রের তাপমাত্রা মৃদু থাকবে।
আর শুক্রবার (১৮ জুলাই) দিনের বেলায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে বাতাস সতেজ হয়ে উঠবে। এটি ধূলিঝড়ে পরিণত হতে পারে। যার গতিবেগ প্রতি ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে। আরব উপসাগর এবং ওমান সাগরে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। তবে আশার কথা হলো, এ দিনের কোনো এক সময় আকাশ আংশিক মেঘলা থেকে পূর্ণ মেঘলা থাকবে। পূর্ব দিকে গাঢ় মেঘ দেখা দেবে এবং বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে। ফলে আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন