কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সোমবার শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য বলা হচ্ছে- ফিলিস্তিন সংকটে কূটনৈতিক তৎপরতা পুনরুজ্জীবিত করা।

তবে উদ্বেগের বিষয় হলো, সম্মেলনে একাধিক দাবি ফিলিস্তিনিদের ওপর চাপানো হলেও, দখলদার শক্তি ইসরায়েলের ওপর কোনো ধরনের শর্ত বা দায়িত্ব আরোপ করা হয়নি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় (বা সম্ভবত প্যারিসে) রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনার পরিকল্পনা রয়েছে। মূলত গত জুনে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়।

আল আরাবি আল জাদিদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর জানান, রামাল্লা এই সম্মেলনের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতি, ইসরায়েলের ওপর সামরিক ও বাণিজ্যিক চাপের আশা করছে। তবে এখন পর্যন্ত আলোচনায় ইসরায়েলের ওপর তেমন কোনো চাপের ইঙ্গিত পাওয়া যায়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার সঙ্গে যুক্ত করেছেন কয়েকটি শর্ত। যেমন : ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ, ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখা।

নিউইয়র্কে ফরাসি এক সিনিয়র কূটনীতিকের বরাতে জানা গেছে, ফ্রান্স চারটি লক্ষ্যকে সামনে রেখে একটি কাঠামোর কথা বলছে। প্রথমত, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বৃদ্ধি। দ্বিতীয়ত, আরব ও ইসলামি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ, যা রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পথের ওপর নির্ভরশীল। তৃতীয়ত, ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার। এবং সর্বশেষ, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও রাজনৈতিক প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া।

প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হয়তো সম্মতির পথে হাঁটছেন। তিনি নাকি ৭ অক্টোবর হামলার নিন্দা, সব ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি, নিরস্ত্রীকৃত রাষ্ট্র মেনে নেওয়া, এক বছরের মধ্যে নির্বাচন আয়োজন (হামাসকে বাদ দিয়ে), পাঠ্যবই সংস্কার এবং কারাবন্দি ও শহীদদের পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা বন্ধে সম্মত হয়েছেন—যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল।

তবে এত সব ফিলিস্তিনি প্রতিশ্রুতির বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—দুই দেশের কেউই সম্মেলনে অংশ নিচ্ছে না। ২০২৪ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ শীর্ষক প্রস্তাবের ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন হলেও আয়োজক দেশগুলো এখনও পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বয়কটের সমালোচনা করেনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ও পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই সম্মেলন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ। এটি এমন কিছু অর্জন করতে পারে যা নিরাপত্তা পরিষদও পারেনি।’

এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই সম্মেলনে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যেমন : ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা প্রয়োগ।

এই সম্মেলন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার দিক থেকে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে তা কতটা ভারসাম্যপূর্ণ হবে, তা এখনো প্রশ্নসাপেক্ষ।

সূত্র : দ্য নিউ আরব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

ভোট গণনাকালীন শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

লেবুর সঙ্গে ভুলেও খাবেন না যে ৪ খাবার

ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা

ঠাকুরগাঁওয়ে ভুয়া বিল প্রকল্পে টাকা আত্মসাৎ

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ 

শনিবার বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টাফেল

জাকসুর ১৪ হলের ভোট গণনা শেষ, ফলের সময় জানা গেল

কোরিয়ান এক কেজি লবণের দাম ৩০ হাজার টাকা! কী আছে এতে

১০

খেলাধুলা থেকে ইসরায়েলিদের বাদ দিতে বললেন স্পেনের মন্ত্রী

১১

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

১২

মাকে বাঁচাতে গিয়েছিলেন একমাত্র ছেলে, বুকে ছুরি বসালেন বাবা

১৩

জাকসু নির্বাচন / দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু নিয়ে যে অভিযোগ করলেন শিবিরের ভিপি প্রার্থী

১৪

কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

১৫

এক দিনে কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হয় না? জেনে নিন

১৬

ওটিটির সেরা ৫ কোর্টরুম সিনেমা

১৭

বাংলাদেশের খেলায় মন ভরেনি সাবেক ভারতীয় ক্রিকেটারের

১৮

জমি কেনার সুবিধা উন্মোচন করল সৌদি আরব, আবেদনের শেষ তারিখ যেদিন  

১৯

মা-মেয়ে হত্যা, অনুসন্ধানে বেরিয়ে এলো কবিরাজের ‘ভয়ংকর’ তথ্য

২০
X