কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ড্রোন হামলায় কাঁপল ইসরায়েলি বিমানবন্দর

ড্রোন হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি : সংগৃহীত
ড্রোন হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি : সংগৃহীত

দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। রোববার ইয়েমেনের ভূখণ্ড থেকে এই ড্রোন ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এটি নির্ভুলভাবে আঘাত হানে। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দরটি।

হামলার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে এর কিছুক্ষণ পর রামোন বিমানবন্দরে একটি ড্রোন আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।

সাধারণত ইসরায়েলি আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বাজে। কিন্তু আজকের হামলার সময় সাইরেন না বাজায় পরিস্থিতি আরও আতঙ্কের হয়ে ওঠে। সেনাবাহিনী এখন তদন্ত করছে কেন সাইরেন কার্যকর হয়নি এবং ড্রোনটি কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হলো।

ড্রোন আঘাতের পর বিমানবন্দর এবং আশপাশের আকাশসীমা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানায়, ড্রোন বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। একজনের গায়ে ধ্বংসাবশেষ লেগেছে, অপরজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। পরে আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হন এবং তাদের চিকিৎসা চলছে।

হামলার সময় ড্রোনটি যাত্রী টার্মিনালে আঘাত হানে, যার ফলে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই ছুটে বেরিয়ে যায় বা আশ্রয় খুঁজতে থাকে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে। তারা আরও জানিয়েছেন, হুতিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণসংযোগে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নেওয়া হয়েছে ঢাকায়

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী গুরুতর অসুস্থ

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ

বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

খুলনা-মোংলা মহাসড়কে নিহত ২

ভারতেও রপ্তানি হচ্ছে পিরোজপুরের সুপারি

জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা

১০

জাপানে ১ কোটি ১০ লাখ জনশক্তির ঘাটতি পূরণে সব পদক্ষেপ নেবে বাংলাদেশ

১১

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনাটি পারিবারিক : মান্নান

১৩

আকবরের ঝড় ও মোসাদ্দেকের ঘূর্ণিতে লঙ্কানদের হারালো বাংলাদেশ

১৪

অ্যাপল ওয়াচের আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপে যে সুবিধা পাবেন

১৫

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস

১৬

বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

১৭

গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের বিশেষ উদ্যোগ 

১৮

৫ অসাধারণ অ্যাপ দিয়ে মোবাইলেই ছবি এডিট করুন

১৯

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

২০
X