

ইসরায়েলি বাহিনী দক্ষিণ পশ্চিম তীরে অবস্থিত হেবরনের পুরনো শহর এলাকায় ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে। একইসঙ্গে ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে। শনিবার ইহুদি ধর্মীয় উৎসব শাব্বাত খায়ে সারাহ উপলক্ষে এসব পদক্ষেপ নেওয়া হয়।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হেবরন শহরের কেন্দ্র দখল করে মসজিদ ও আশপাশের এলাকায় জড়ো হয়। তারা মসজিদের দেয়ালে ইসরায়েলি পতাকা টাঙায়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা ভোর থেকেই মসজিদ ও আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়, ফিলিস্তিনিদের চলাচলে কড়াকড়ি আরোপ করে। মুসলমানদের মসজিদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
হেবরনের ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের অন্যতম ধর্মীয় স্থাপনা, যা বরাবরই ইসরায়েলি অবরোধ, হামলা ও নিয়ন্ত্রণের মুখে পড়ে। সূত্র : মিডলইস্ট মনিটর
মন্তব্য করুন