

সাভারের আশুলিয়ায় নাশকতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত থেকে রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন—শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড তথ্যবিষয়ক সম্পাদক মো. মামুন দেওয়ান (৩৬), শিমুলিয়া আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮), পাথালিয়ার ৫ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯), শিমুলিয়া আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুর (৬০) ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭)।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে সক্রিয় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন