ফিলিস্তিনিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এ সময়ের মধ্যে গাজার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। খবর আলজাজিরার।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার বাসিন্দাদের সরে যেতে সময় বেঁধে দেওয়া হলো। তাদের গাজার উত্তরাঞ্চল থেকে এ সময়ের মধ্যে সরে যেতে হবে।
সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনের হাতে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় আছে। আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি। এরপর সেখানে আমরা বড় অভিযান করতে যাচ্ছি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরায়েলের এ আল্টিমেটামের কারণে এ অঞ্চলের ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। ইসরায়েলের কাছে এ আল্টিমেটাম প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। তিনি ইসরায়েলের এ ধরনের আদেশের ফলে ভয়াবহ বিধ্বংসী মানবিক বিপর্যয় ঘটবে বলে মন্তব্য করেন।
ইসরায়েলের আল্টিমেটামকে ভুয়া প্রপাগান্ডা বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তারা এ প্রপাগান্ডার ফাঁদে পা না দিয়ে বাসিন্দাদের নিজ অবস্থানে থাকতে বলেছে।
মন্তব্য করুন