বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতার পরেই ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

ছবি : প্রতীকী।
ছবি : প্রতীকী।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার পর ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে নিষেধাজ্ঞার ভয়ে বিরোধী দলের সাথে সমঝোতা করে দেশটির ক্ষমতাবান সরকার। এরই ধারাবাহিকতায় দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিরোধী দলের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

এ চুক্তি সাক্ষরের কয়েক ঘণ্টা পরই মার্কিন অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেনেজুয়েলাকে একটি জেনারেল লাইসেন্স দিয়েছে। এ লাইসেন্সের মেয়াদ থাকবে ছয় মাস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বিশেষ কিছু শর্তে এ লাইসেন্স দেওয়া হয়েছে। এ শর্ত অনুযায়ী, নভেম্বর মাস শেষ হওয়ার আগে ভেনেজুয়েলার বর্তমান সরকারকে কারাবন্দি সব বিরোধীদলীয় নেতা ও মার্কিন নাগরিকদের মুক্তি দিতে হবে। এ শর্ত পূরণ না করলে ছয় মাস পরে বাতিল করা হবে সেই লাইসেন্স।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, বিরোধীদলগুলোর সঙ্গে যদি এই সমঝোতা বা প্রতিশ্রুতি পূরণ করা না হয়, তাহলে নিষেধাজ্ঞা পুরোপুরি আবার দেওয়া হবে। দেশটিতে আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে ছাড়ের বিনিময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের প্রশাসনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। মঙ্গলবার এক সূত্রের বরাতে এমন দাবি করা হয়েছে। বলা হয়েছে, বারবাডোজে হোয়াইট হাউসের সাথে এ নিয়ে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। যদিও এমন দাবি করা হলেও আসলে নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে বা আসলেই কেমন কী হবে তা স্পষ্ট হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, বারবাডোজে ভেনেজুয়েলার বিরোধীদলের সাথে হওয়া চুক্তিকে আমরা স্বাগত জানাই। দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির বেশ কিছুটা উত্তরণ ঘটেছে।

যৌথ এ বিবৃতিতে রাজনৈতিক বন্দিদের মুক্তি, নির্বাচনী প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর এ আহ্বান জানানো হয়েছে। এ চুক্তিতে এসব বিষয় এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

যাই হোক, বিবৃতিতে রাজনৈতিক বন্দিদের মুক্তি, নির্বাচনী প্রক্রিয়ার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, মঙ্গলবারের চুক্তিতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল না সেগুলোর আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দীর্ঘ ১১ মাস পর ভেনেজুয়েলার সরকারি দল ও বিরোধী দলের মধ্যে নরওয়ের মধ্যস্থতায় বার্বাডোজে গতকাল বৈঠক হয়েছে। এতে উভয় পক্ষ নির্বাচনের ফল মেনে নিতে সম্মত হয়েছে। দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য এ আলোচনা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের অনন্য যেসব শক্তিমত্তা

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

১০

শারীরিক প্রতিবন্ধী আলিফের পাশে চট্টগ্রামের ডিসি

১১

‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

১২

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে ছন্দে ফিরছে সিলেট বিএনপি

১৪

অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ

১৫

বিসিএস পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন

১৭

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

১৮

খুলনা-২ / বিএনপির প্রার্থী ঘোষণার মাস পেরোলেও ঐক্যবদ্ধ প্রচারকাজ শুরু হয়নি

১৯

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যের ডাক

২০
X