আরব লিগের জরুরি সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। শুক্রবার (১০ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের আয়োজনে আরব লিগের এবারের সম্মেলনে অধিকৃত পশ্চিম তীর ও গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন আরব বিশ্বের নেতারা।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও সৌদি সফর করবেন। যদি তিনি রিয়াদ সফর করেন তাহলে তা হবে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পর রাইসির প্রথম সফর।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে।
মন্তব্য করুন