কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে আরবদের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে পশ্চিমারা

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও মুখে কুলুপ এঁটে রেখেছে পশ্চিমারা। শুধু তাই নয়, যেসব আরব মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা গাজায় ইসরায়েলের নৃশংসতার সমালোচনা করছে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই তাদের অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দাতারা। আরব বিশ্বের বিভিন্ন মানবাধিকারকর্মীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ প্রতিবেদন করতে গিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও মিসরের বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর সঙ্গে কথা বলেছে আলজাজিরা। তারা সবাই এক বাক্যে বলেছেন, অনেক পশ্চিমা দাতা আরব সংবাদমাধ্যম, মানবাধিকার গোষ্ঠী ও চিন্তক প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সহায়তা স্থগিত করে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, হামাসের হামলার কয়েক দিন পরই গাজা ও পশ্চিম তীরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। তাদের স্থগিত করে দেওয়া অর্থের পরিমাণ ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমারা অর্থসহায়তা বন্ধ করে দেওয়ার কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পশ্চিম তীরের সরকার ও মানবাধিকার সংস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এই চার দেশের পর ১১ অক্টোবর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি ফিলিস্তিনি ও পাঁচটি ইসরায়েলি সংস্থাকে লাখ লাখ ডলারের অর্থ সহায়তা স্থগিত করে দেয়। যদিও নিজেদের কার্যক্রম নিয়ে বেশ ইতিবাচক পর্যালোচনা প্রতিবেদন দিয়েছিল এসব সংস্থা।

এই ১১ সংস্থার একটি মিফতাহ। সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করে। মিফতাহর পরিচালক জাইদ আমালি বলেন, আমাদের মনে হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ডানপন্থি গোষ্ঠীর চাপের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে মিসরের ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের (ইআইপিআর) নির্বাহী পরিচালক হোসাম বাঘাত বলেছেন, পশ্চিমাদের প্রতি ক্রোধ ও বিরক্তি শুধু আমাদের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের মধ্যেও আছে। আমরা জানি না আমরা আদৌ পশ্চিমের কিছু সরকার বা অংশীদারের সঙ্গে যোগাযোগ করতে পারব কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১০

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১১

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১২

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

১৩

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

১৪

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

১৫

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

১৬

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

১৭

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

১৮

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের নির্দেশ

১৯

নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, অতঃপর...

২০
X