কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে আরবদের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে পশ্চিমারা

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও মুখে কুলুপ এঁটে রেখেছে পশ্চিমারা। শুধু তাই নয়, যেসব আরব মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা গাজায় ইসরায়েলের নৃশংসতার সমালোচনা করছে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই তাদের অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দাতারা। আরব বিশ্বের বিভিন্ন মানবাধিকারকর্মীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ প্রতিবেদন করতে গিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও মিসরের বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর সঙ্গে কথা বলেছে আলজাজিরা। তারা সবাই এক বাক্যে বলেছেন, অনেক পশ্চিমা দাতা আরব সংবাদমাধ্যম, মানবাধিকার গোষ্ঠী ও চিন্তক প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সহায়তা স্থগিত করে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, হামাসের হামলার কয়েক দিন পরই গাজা ও পশ্চিম তীরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। তাদের স্থগিত করে দেওয়া অর্থের পরিমাণ ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমারা অর্থসহায়তা বন্ধ করে দেওয়ার কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পশ্চিম তীরের সরকার ও মানবাধিকার সংস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এই চার দেশের পর ১১ অক্টোবর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি ফিলিস্তিনি ও পাঁচটি ইসরায়েলি সংস্থাকে লাখ লাখ ডলারের অর্থ সহায়তা স্থগিত করে দেয়। যদিও নিজেদের কার্যক্রম নিয়ে বেশ ইতিবাচক পর্যালোচনা প্রতিবেদন দিয়েছিল এসব সংস্থা।

এই ১১ সংস্থার একটি মিফতাহ। সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করে। মিফতাহর পরিচালক জাইদ আমালি বলেন, আমাদের মনে হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ডানপন্থি গোষ্ঠীর চাপের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে মিসরের ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের (ইআইপিআর) নির্বাহী পরিচালক হোসাম বাঘাত বলেছেন, পশ্চিমাদের প্রতি ক্রোধ ও বিরক্তি শুধু আমাদের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের মধ্যেও আছে। আমরা জানি না আমরা আদৌ পশ্চিমের কিছু সরকার বা অংশীদারের সঙ্গে যোগাযোগ করতে পারব কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

১০

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা

১১

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

১২

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

১৩

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

১৪

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১৬

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১৭

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১৮

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৯

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

২০
X