কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে আরবদের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে পশ্চিমারা

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও মুখে কুলুপ এঁটে রেখেছে পশ্চিমারা। শুধু তাই নয়, যেসব আরব মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা গাজায় ইসরায়েলের নৃশংসতার সমালোচনা করছে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই তাদের অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দাতারা। আরব বিশ্বের বিভিন্ন মানবাধিকারকর্মীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ প্রতিবেদন করতে গিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও মিসরের বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর সঙ্গে কথা বলেছে আলজাজিরা। তারা সবাই এক বাক্যে বলেছেন, অনেক পশ্চিমা দাতা আরব সংবাদমাধ্যম, মানবাধিকার গোষ্ঠী ও চিন্তক প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সহায়তা স্থগিত করে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, হামাসের হামলার কয়েক দিন পরই গাজা ও পশ্চিম তীরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। তাদের স্থগিত করে দেওয়া অর্থের পরিমাণ ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমারা অর্থসহায়তা বন্ধ করে দেওয়ার কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পশ্চিম তীরের সরকার ও মানবাধিকার সংস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এই চার দেশের পর ১১ অক্টোবর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি ফিলিস্তিনি ও পাঁচটি ইসরায়েলি সংস্থাকে লাখ লাখ ডলারের অর্থ সহায়তা স্থগিত করে দেয়। যদিও নিজেদের কার্যক্রম নিয়ে বেশ ইতিবাচক পর্যালোচনা প্রতিবেদন দিয়েছিল এসব সংস্থা।

এই ১১ সংস্থার একটি মিফতাহ। সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করে। মিফতাহর পরিচালক জাইদ আমালি বলেন, আমাদের মনে হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ডানপন্থি গোষ্ঠীর চাপের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে মিসরের ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের (ইআইপিআর) নির্বাহী পরিচালক হোসাম বাঘাত বলেছেন, পশ্চিমাদের প্রতি ক্রোধ ও বিরক্তি শুধু আমাদের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের মধ্যেও আছে। আমরা জানি না আমরা আদৌ পশ্চিমের কিছু সরকার বা অংশীদারের সঙ্গে যোগাযোগ করতে পারব কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপাচার্য-কোষাধ্যক্ষ

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতারা, সাধারণ শিক্ষার্থীদের ‘না’

সাংবাদিক মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউর নিন্দা 

আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি

৫-১০ টাকা জীবনে এত আনন্দ আনতে পারে ভাবিনি : ড. ইউনূস

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার মাত্র : মঈন খান

১০

সাম্যের মৃত্যুতে ইসলামী ছাত্রশিবিরের শোক প্রকাশ

১১

মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে : কাদের গনি 

১২

সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা : শিশির মনির

১৩

কর্নেল সোফিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিতর্কে বিজেপি মন্ত্রী

১৪

অস্ত্রোপচারের পর কোমায় নটিংহ্যাম ফরেস্ট তারকা

১৫

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ৩০ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

১৬

সাম্যের মৃত্যুর ঘটনার তদন্তে ঢাবির কমিটি গঠন

১৭

নিজ ক্যাম্পাসে গিয়ে উচ্ছ্বসিত ড. ইউনূস

১৮

সাম্য হত্যায় ৩ জনের ১০ দিনের রিমান্ড আবেদন 

১৯

চবির সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান

২০
X