কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাসে স্মরণকালের সবচেয়ে বড় হামলা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

এবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে স্মরণকালের সবচেয়ে বড় হামলা করা হয়েছে। দূতাবাসকে কেন্দ্র করে শুক্রবার ভোরে ৭টি মর্টার হামলা চালানো হয়।

ইরাকে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চললেও এই প্রথম দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হলো। তবে এ হামলায় এখনো কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রয়টার্স জানায়, শুক্রবার ভোর ৪টার সময় দূতাবাসের কাছাকাছি প্রথম মর্টার শেলটি পড়ে। এরপর দূতাবাসের বাইরের ও ভেতরে আরও ছয়টি শেল আঘাত হানে। বাগদাদের একেবারে কেন্দ্রে ইরাকে মার্কিন দূতাবাসের কার্যালয় অবস্থিত।

প্রথম মর্টার শেলটি আঘাত হানার পরপরই দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

একই দিন ইরাকের সামরিক বাহিনীর বেশকিছু স্থাপনায়ও হামলা চলে। তবে এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো সংস্থা। তবে ইরাক ও যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লা অথবা হারকাত হিজবুল্লাহ আল মুজাবা এই দুই গোষ্ঠীর কোনো একটি এসব হামলা চালিয়েছে। এই দুটি গোষ্ঠীই ইরাকে ব্যাপকভাবে সক্রিয়।

এর আগে ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেশটির পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরাকের একটি গোষ্ঠী। রোববার (৩ ডিসেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক শহরে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই প্রজেক্টাইল হামলার চেষ্টাকালে এ হামলা চালায় মার্কিনিরা। হামলার শিকার ব্যক্তিরা ইরানপন্থি একটি মিলিশিয়া গ্রুপের সদস্য।

মার্কিন কর্মকর্তারা জানান, রোববার বিকেলে কিরকুক অঞ্চলে সম্ভাব্য হামলা আশঙ্কায় একটি ড্রোন স্টেজিং সাইটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইরাকের ইসলামিক রেসিস্টান্স জানিয়েছে, মার্কিন হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দলটি মার্কিন সামরিক বাহিনীকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এ দলটি মূলত তেহরানের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি মিলিশিয়া গোষ্ঠী। এ ঘটনার পর দলটি মার্কিন সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।

এর আগে গত মাসে আলজাজিরা জানায়, ইরাকে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরে তিনটি সামরিক ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও অন্যান্য আন্তর্জাতিক সেনারা রয়েছে।

ইরাকের কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ অঞ্চলকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিকটস্থ সেনাঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মার্কিন এ সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর ক্রমাগত হামলার মুখে পড়ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এর আগে গত ১৯ অক্টোবর গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা হয়েছে। এর মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

১০

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

১১

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

১২

বিয়ে করলেন তনুশ্রী

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ , সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত 

১৪

থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

১৬

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৭

বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

গুলিতে ছাত্রদল নেতা সাদ্দাম নিহত

১৯

সমুদ্রের নিচের ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

২০
X