কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে তলিয়ে গেল ইসরায়েলের রাস্তাঘাট

তলিয়ে যাওয়া ইসরায়েলের রাস্তাঘাট। ছবি : এক্স
তলিয়ে যাওয়া ইসরায়েলের রাস্তাঘাট। ছবি : এক্স

অবরুদ্ধ গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর দেশটির একের পর এক বিপাকে পড়ছে। স্থল অভিযান শুরু করে প্রতিনিয়ত সেনা হারাচ্ছে তারা। এবার তাদের সামনে এসেছে আরেক দুঃসংবাদ। ভারী বর্ষণে দেশটির বিভিন্ন শহর তালিয়ে গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে পানি উঠে গেছে। এর ফলে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বন্ধ হয়ে যেতে চলেছে।

বৃষ্টির জন্য গোলানি জংশনের কারমেইল, নাজিরেথসহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ জায়গায় জায়গায় অচল হয়ে গেছে।

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাড়ি আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যায় বিভিন্ন সড়কে আটকে থাকা গাড়ি অনেকে ঠেলে পার করার চেষ্টা করছেন।

এর আগে নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়। নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।

সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। শুরুর দিকে এর খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব রাখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শুধু মানবিক সহায়তার কথা বলা হয়। প্রস্তাবটি এক সপ্তাহ ঝুলে থাকার পর পাস হলেও এতে যুদ্ধ থামানোর কোনো কথা বলা হয়নি। ফলে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

প্রস্তাবটি পাস হওয়ার পর নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ভাষণের একপর্যায়ে ইসরায়েলি হামলায় নিহত কিশোরী দুনিয়া আবু মোহসেন ও তার পরিবারের কথা সামনে নিয়ে আসেন তিনি। তাদের করুণ পরিণতির কথা বলতে গিয়ে কান্না করে দেন তিনি।

রিয়াদ মানসুর বলেন, কিশোরী দুনিয়ার বয়স মাত্র ১৩ বছর। সে ও তার পরিবার নভেম্বরের শেষ দিকে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। ওই হামলায় তার পরিবারের সব সদস্য নিহত হয়। মারা না গেলেও দুই পা হারায় দুনিয়া।

ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর সামনে তুলেও ধরে দুনিয়া। এতকিছু হয়ে যাওয়ার পরও বড় হয়ে চিকিৎসক হওয়ার কথা জানায় সে। তবে প্রথমবারের হামলা থেকে রক্ষা পেলেও দ্বিতীয় হামলা থেকে রেহাই পায়নি এই কিশোরী। ইসরায়েলি বোমার আঘাতে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায় সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

১০

দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

১১

মার্কিন ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

১২

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৩

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

১৪

ধরা দেওয়া শিরোপা হাতছাড়া হওয়ার পর যা বললেন আকবর

১৫

মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর

১৬

লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল

১৭

হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

১৮

এসির রিমোটে লুকানো ‘গোপন’ সুইচে বিদ্যুৎ বিল হবে অর্ধেক

১৯

১২ হাজার কোটি টাকার তিস্তা প্রকল্প, সমাধান নাকি নির্বাচনী কৌশল?

২০
X