কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে আবারও জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হামলার শিকার জাহাজ। ছবি : সংগৃহীত
হামলার শিকার জাহাজ। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিদ্রোহী এ গোষ্ঠীটি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এ হামলা চালিয়ে আসছে। এবার তারা লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলা হয়েছে। এরপর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া এ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো রণতরী গ্রেভলি ও ল্যাবুন ধ্বংস করেছে।

এএফপিকে মার্কিন নৌবাহিনীর এক অ্যাডমিরাল জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগরের নিরাপত্তায় জোট গঠনের পর প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ জোট গঠন করা হয়। অন্যদিকে গত নভেম্বর থেকে এ পথে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আক্রান্ত জাহাজটি হলো মিয়ার্স্ক হ্যাংজু। এটি সিঙ্গাপুরের রেজিস্টার্ড জাহাজ, যার মালিকানায় রয়েছে একটি ড্যানিশ ফার্ম। জাহাজটি আক্রান্ত হাওয়ার সংকেত পেয়ে মার্কিন যুদ্ধজাহাজ এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

সেন্টকম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ধারাবাহিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহীরা। সবশেষ এটি নিয়ে ২৩তম বারের মতো জাহাজে হামলা হয়েছে। জাহাজের হামলা হলেও এটি সমুদ্রে চলাচলের উপযোগী রয়েছে। এছাড়া হামলায় জাহাজের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর লোহিত সাগরে ধারাবাহিক বাণিজ্যিক জাহাজে হামলা হচ্ছে। জাহাজে হামলার কারণে এ পথ দিয়ে চলাচলকারী কোম্পানিগুলো তাদের পথ পরিবর্তন করছে। সবশেষ লোহিত সাগরে পাকিস্তানগামী জাহাজে হামলা হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। একই সময় ইসরায়েলের বন্দরনগরী এইলাতেও হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের অভিযান শেষ করার জন্য চাপ দিতে এমন হামলা করা হয়েছে বলে দাবি দলটির।

হুতির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এমএসসি ইউনাইটেড ভেসেলেও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। জাহাজটিকে তিনবার সতর্কবার্তা দেওয়ার পরও তা প্রত্যাখ্যান করায় এ হামলা করা হয়েছে।

শিপিং কোম্পানি এমএসসি জানিয়েছে, এমএসসি ইউনাইটেড-৮ জাহাজটি সৌদি আরবের কিং আব্দুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। মঙ্গলবার এ জাহাজটিতে হামলা হয়েছে। তবে হামলার পরও জাহাজের সব ক্রুরা অক্ষত রয়েছেন।

কোম্পানিটি জানিয়েছে, তারা জাহাজে হামলার ঘটনাটি মূল্যায়ন করছে এবং লোহিত সাগরের নিরাপত্তায় গঠিত মার্কিন জোটকে বিষয়টি অবহিত করেছে।

এর আগে লোহিত সাগরে ভারতগামী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা গত শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা নির্বাচন হতে দিবেন না তারা আবেগে এগুলো বলছেন : আলাল 

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১০

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১১

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১২

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১৩

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৪

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১৫

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১৬

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১৭

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৮

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৯

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

২০
X