শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় পঙ্গু ইসরায়েলের ৪ হাজার সেনা

হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে এক ইসরায়েলি সেনাকে। ছবি : সংগৃহীত
হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে এক ইসরায়েলি সেনাকে। ছবি : সংগৃহীত

গাজায় স্থল অভিযান শুরু করে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ট্যাংকসহ সামরিক যান। এমনকি হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা।

শনিবার (১৩ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা গাজায় যুদ্ধে গিয়ে পঙ্গু সেনার সংখ্যা জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াল্লা জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরালের চার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন। এ সংখ্যা বেড়ে ৩০ হাজারে ঠেকতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সমাজে নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এ সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি সংবাদমাধ্যমটির।

ওয়াল্লা জানিয়েছে, ক্লাসিফিকেশন-৩ অনুসারে চার হাজার সেনাকে প্রতিবন্ধী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এসব সেনাদের চিকিৎসাসহ সব অধিকার সেনাবাহিনী কর্তৃক সংরক্ষিত। সেনাদের মধ্যে যুদ্ধে পঙ্গুত্ব বরণ করায় তারা এ সুবিধা পাবেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

এর আগে ডিসেম্বরে ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরনোথের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি সেনা হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মধ্যে অনেকের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এদের মধ্যে দুই হাজারের বেশি সেনাকে আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ বা পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল লিমোর লুরিয়া বলেন, আমরা আগে কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি। ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি আহত সেনা তাদের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত ৪২০ সেনা নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রে বাড়ছে আতঙ্ক

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

শ্রমিকরাই দেশের উন্নয়নের মেরুদণ্ড : শেখ বাবলু

‘আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে’

এমএ আজিজ স্টেডিয়াম নিয়ে বিশৃঙ্খলা

‘রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করুন’

ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফিদের স্বীকৃতি পেলেন ওয়াদিফা

নিরুত্তাপ লিগ শিরোপা তিতাস ক্লাবের

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

১০

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

১১

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ যুবক আটক

১২

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

১৩

প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান

১৪

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

১৫

যশোরে ‘মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ’ সন্দেহে অনুসন্ধান

১৬

নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শ্রমিকরা : শিমুল বিশ্বাস

১৭

‘কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই’ ভিডিও ক্যাম্পেইন, থাকছে পুরস্কার

১৮

কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন অবিলম্বে বাতিল করতে হবে : হেফাজতে ইসলাম

১৯

শ্রমিক দল মোহাম্মদপুর-ভাটারা থানার কার্যক্রম স্থগিত

২০
X