কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে অস্ত্র বেচা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলতি সপ্তাহে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের জন্য এক হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। অবশ্য গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর বহু আগে থেকেই যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তাদের এই সহায়তার পরিমাণ বছরে ৩০০ কোটি ডলার। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও বিভিন্ন দেশ ইসরায়েলকে অস্ত্র বেচার নামে সামরিক সহায়তা দিয়ে আসছে।

কিন্তু গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হলে এসব দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে পুনরায় চিন্তা-ভাবনা শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ তেল আবিবকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এসব দেশগুলো হলো—

নেদারল্যান্ডস

গত সোমবার ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে নেদারল্যান্ডস সরকারকে নির্দেশনা দিয়েছেন ডাচ আদালত। এই যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করতে সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে গাজায় বোমা হামলা করে আসছে ইসরায়েলি বাহিনী।

মূলত বেশ কয়েকটি ডাচ মানবাধিকার সংস্থার দায়ের করা এক মামলায় এই রায় দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, রপ্তানি করা এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই।

বেলজিয়াম

গত ৬ ফেব্রুয়ারি বেলজিয়ামের একটি আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে গানপাউডার রপ্তানি করে এমন দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের রায়ের বরাত দিয়ে আঞ্চলিক সরকার বলেছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে তার বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে।

জাপান

চলতি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমের সঙ্গে অংশীদারত্বের সম্পর্কে ইতি টানার কথা জানিয়েছে জাপানি কোম্পানি ইটোচু করপোরেশন। গত ৫ ফেব্রুয়ারি এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইটোচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে এলবিটের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এর সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের বর্তমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

ইতালি

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অস্ত্র বা সামরিক সরঞ্জামের সব চালান স্থগিত রেখেছে ইতালি। গত ২০ জানুয়ারি ডেমোক্র্যাটিক পার্টির নেতা এলি শ্লেইন সরকারের প্রতি ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই তথ্য জানান।

স্পেন

গত জানুয়ারিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি। বর্তমানে ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

বিদেশি গোয়েন্দা সংস্থার ৮ গুপ্তচর শনাক্ত, বড় ক্ষতি থেকে বাঁচল ইরান

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

৩ দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

আ.লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধের দাবি

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

জোতার ২১ নম্বর জার্সি পেলেন বন্ধু নেভেস

১০

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি, পাবেন বিভিন্ন সুবিধা

১১

এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

১২

ডিভোর্স লেটার পেয়ে যুবকের কাণ্ড

১৩

নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৪

থ্রি-কোয়ার্টার হাতাবিশিষ্ট জামা পরে নামাজ আদায় করলে কি সহিহ হবে?

১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

১৬

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

১৭

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

১৮

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

১৯

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

২০
X