ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠেছে। দেশটির উত্তরাঞ্চলের শহর কিরাত সুমনায় বিমান হামলার পর এবার বিভিন্ন শহরে এ হামলার সতর্কতায় সংকেত বেজে উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলজাজিরার অ্যারাবিকের প্রতিনিধি জানিয়েছেন, আপার গ্যালিলিও অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের কিবুটজ এসডি নেহেমিয়া শহরেও সাইরেন শোনা গেছে।
এর আগে রোববার সকালে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের সেনাদের ব্যারাককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা সেবা ফার্ম এলাকায় দুটি আল ফালাক-১ ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যারাকে হামলা চালিয়েছে।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে এবং মানুষ নিখোঁজ রয়েছে। কোনো সৈন্য মারা যাচ্ছে না। নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে। এটি যদি গণহত্যা না হয়, তাহলে আসলে এটি কী তা আমি জানি না।
এ সময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান লুলা দা সিলভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, আজ এটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না। এটি কোনো সিদ্ধান্ত নেয় না, এটি শান্তির জন্য কিছুই করে না।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আজ বিশ্বে অনেক ভণ্ডামি। রাজনীতি খুব কম। গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগ নারী ও শিশু। এ বিষয়ের উল্লেখ করে লুলা দা সিলভা বলেন, গাজায় কী ঘটছে তা বুঝতে না পারা মানুষের পক্ষে অসম্ভব।
মন্তব্য করুন