কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে

গাজা
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

বেশ কয়েক মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন আরেকটি চুক্তির হওয়ার খবর আসছে। ইতিমধ্যে এই চুক্তির আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত দুপক্ষের মধ্যে নতুন চুক্তির একটি সময়সীমা দিয়েছেন। বর্তমানে চুক্তিটি পর্যালোচনা করে দেখছে হামাস। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি সম্পাদনে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অধিকতর আলোচনার জন্য কাতার সফরে গেছে ইসরায়েলি একটি প্রতিনিধিদল।

চুক্তি আলোচনা সম্পর্কে জানাশোনা রয়েছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে এবারের চুক্তির মূল মূল বিষয়ের কথা জানিয়েছে কাতারভিক্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা আরবি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, দুপক্ষের মধ্যে ছয় সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি হতে পারে। এ সময় হামাসের হাতে বন্দি ৪০ ইসরায়েলির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক উইলেম মার্কস বলেছেন, তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক পুরুষ এবং যাদের চিকিৎসা সম্পর্কিত জটিলতা রয়েছে তারা থাকবেন। গাজায় যেন আরও বেশি মানুষ অবাধে চলাচল করতে পারে সে জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের পুনর্বিন্যাস করা হবে।

তিনি বলেন, চুক্তির আওতায় প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত আকাশপথে নজরদারি বন্ধ রাখতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী। এমনটা আমরা এর আগের চুক্তির সময়ও দেখেছি। ওই সময় বন্দিবিনিময়ের স্থান থেকে গোয়েন্দা ড্রোন সরিয়ে নিয়েছিল ইসরায়েল।

এ ছাড়া যুদ্ধবিরতির সময়ে গাজায় ত্রাণবাহী ট্রাকের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজার হাসপাতাল ও বেকারি মেরামত করা হবে। প্রতিদিন ৫০০টির মতো ট্রাক ত্রাণসহায়তা নিয়ে গাজায় প্রবেশের অনুমতি পাবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১০

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১১

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১২

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

১৩

ছয় মাসের সাজা ছয় বছর খেটে দেশে ফিরলেন রামদেব

১৪

৮৩ কোটি টাকা ঋণখেলাপি / এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৫

বিশ্লেষণ / ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব?

১৬

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

১৭

রাকসুতে ৩২ ভোটারে প্রার্থী একজন, প্রচারণায় সরগরম ক্যাম্পাস

১৮

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ : ইলিয়াসপত্নী লুনা

১৯

নির্বাচন নয়, নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন : মাসুদ সাঈদী

২০
X