কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির আলোচনা নিয়ে যা বলছে ফিলিস্তিনি গোষ্ঠী

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। বুধবার (০৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত তারা এ আলোচনা চালিয়ে যাবে। বুধবার এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের অনুপস্থিতিতেও তারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আলোচনায় ইসরায়েল যোগ না দিলেও ধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের সঙ্গে হামাস একাই আলোচনা চালিয়ে যাচ্ছে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৪০ দিনের যুদ্ধবিরতি জন্য প্রচেষ্টা চালাচ্ছে হামাস। যদিও উভয় পক্ষের শর্তের কারণে এ চুক্তিটি এখনও চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে পারেনি।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েল ৪০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে। এখন এটি কার্যকর হওয়ার বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের বিষয়ে আমরা সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করছি। দখলদার বাহিনী এ চুক্তিকে এড়িয়ে চলছে। তবুও আমরা আলোচনা চালিয়ে যাবো।

শাবান আবদেল-রউফ নামের এক ফিলিস্তিনি রয়টার্সকে বলেন, প্রতিদিন আমাদের বেশ কয়েকজনের শহীদ হওয়ার মাধ্যমে মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বেসামরিক লোকদের সুরক্ষা দিতে চায়। অন্যদিকে গত কয়েক মাস ধরে ইসরায়েল মানুষের বাড়িঘর ও রাস্তা ধ্বংস করছে। অথচ এ সময়ে আমরা আসন্ন যুদ্ধবিরতির মিথ্যা প্রতিশ্রুতি শুনছি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

অন্যদিকে ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭২ হাজার জন আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১০

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১১

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১২

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৩

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৪

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৫

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

১৬

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

১৭

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

১৮

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

১৯

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

২০
X