কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। তবে কি একই কায়দায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেবে ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইসরায়েলের কোনো দূতাবাসই আর নিরাপদ নয়। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থানকে বৈধ এবং আইনসম্মত অধিকার হিসেবে দেখেন। ইরানে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানের এমন ৯ রকম ক্ষেপণাস্ত্র আছে।

গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আইআরজিসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমির আল্লাহও এতে নিহত হন।

ইরানের কাছ থেকে হামলার হুমকি আসার পরই পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় ইসরায়েল এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে। এ ছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল।

এ ছাড়া ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইরানি দূতাবাসে হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দিবাগত রাতে ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়। ইসরায়েল রোববার ভোরে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে ওঠলে বুক ধড়ফড় করে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

১০

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১১

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৪

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৫

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৮

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৯

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

২০
X