কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় গেল নেতানিয়াহুর দম্ভোক্তি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনো কোনো জবাব দেয়নি তেল আবিব। শুধু তাই নয়, এত দিন বাগাড়ম্বর করলেও ইরানের হামলার পর টু শব্দ পর্যন্ত করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কোথায় গেল নেতানিয়াহুর দম্ভোক্তি!

গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েলে কেউ সরাসরি হামলা করতে পারবে না—এত দিন তেল আবিব যে দম্ভ করে আসছিল এই হামলার মাধ্যমে তা চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইরানি বাহিনী। হাজার কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ যে ভেদ করা যায় তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে তেহরান।

ইরানের হামলার পর সবার নজর এখন ইসরায়েলের দিকে। তারা কীভাবে এই হামলার জবাব দেবে তা দেখতেই উদগ্রীব হয়ে আছে পুরো বিশ্ব। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের হামলার জবাব দেওয়ার কথা বললেও দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এই বিষয়ে এখনো সবুজ সংকেত দেয়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্বাভাবিক সময়ের চেয়ে এখন চুপ-চাপ হয়ে পড়েছেন নেতানিয়াহু। ইরানি হামলার জবাব কীভাবে বা কখন দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করতে পারেননি তিনি।

ইসরায়েলের বিদেশি মিত্ররা বলছে, তেল আবিবকে এখন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে দেশের ভেতরের ডানপন্থি নেতারা তাৎক্ষণিক এই হামলার কড়া জবাব দেওয়ার দাবি করছেন। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে রোববার থেকে তিনি প্রকাশ্যে এই বিষয়ে একটা কথাও বলেননি। এখন পর্যন্ত শুধু এক এক্সবার্তায় তিনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেই দায়িত্ব সেরেছেন।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক গবেষক রাজ জিম্মট এএফপিকে বলেছেন, এটি খুবই নজিরবিহীন হামলা ছিল। এ কারণে এর জবাব দিতে গত ৪৮ ঘণ্টায় অনেক চাপে রয়েছে ইসরায়েলি সরকার।

তিনি বলেন, আমি নিশ্চিত নই যে ইসরায়েলি সরকার একটি নির্দিষ্ট তাৎক্ষণিক জবাব দেওয়া থেকে বিরত থাকতে পারবে কি না। এমনকি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ইচ্ছা না থাকলেও। তবে একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, দায়ভার নেওয়া লাগবে এমন গোপন কর্মকাণ্ডের পথও বেছে নিতে পারে ইসরায়েল।

জনসম্মুখে নেতানিয়াহুর প্রতিক্রিয়া না জানানোর বিষয়ে সাবেক ইসরায়েলি কূটনীতিক জেরেমি ইসাচারফ এএফপিকে বলেছেন, যত কম বলা যায়, তত ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

ভরা মৌসুমেও ইলিশের আকাল

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

১০

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

১১

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

১২

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

১৩

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

১৪

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

১৫

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

১৬

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

১৭

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

১৮

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

২০
X