শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র হজ আজ, আরাফায় খুতবা দেবেন শায়খ মুয়াইকিলি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজ পবিত্র হজ। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ৯ জিলহজ হজ অনুষ্ঠিত হয়। এদিন সব হাজি আরাফায় অবস্থান করেন। আরাফার ময়দানে আজ হাজিদের জন্য খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। শুক্রবার (১৪ জুন) রাতে ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৫ সালের ৯ জিলহজ আজ। এ দিন মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা দেবেন শায়খ মাহের আল মুয়াইকিলি। দুপুর ১২টার পর এ খুতবা প্রদান করা হবে।

হজের ফরজ হলো তিনটি। এর মধ্যে অন্যতম হলো আরাফার ময়দানে অবস্থান করা। ৯ জিলহজের দিন জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে হাজিদের অবস্থান করতে হয়। ফলে মিনা থেকে ফজরের নামাজ আদায় করার পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজিরা লাব্বাইক ধ্বনির সঙ্গে সঙ্গে আরাফার ময়দানের দিকে অগ্রসর হন। জাবালে রহমত থেকে শুরু করে মসজিদে নামিরাসহ আরাফাতের ময়দানের নির্ধারিত এলাকায় সুবিধামতো জায়গায় অবস্থান নেন হাজিরা।

হাদিসে এসেছে, আরাফার দিন রোজা রাখলে মহান আল্লাহ বান্দার দুই বছরের যাবতীয় গুনাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিনে রোজার বিষয়ে আমি এ প্রত্যাশা করি যে তিনি আগের এক বছর ও পরের এক বছরের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন।

অন্য হাদিসে এসেছে , নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন তথা ৯ জিলহজ রোজা পালন করতেন।

সৌদির মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এ বছর আরাফার ময়দান থেকে হজের খুতবা ৫০টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটিই এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রজেক্ট।

২০১৮ সালে প্রথমবারের মতো হজের খুতবা ৫টি আন্তর্জাতিক ভাষায় অনুবাদ করা প্রচার শুরু হয়। এরপর ২০১৯ সালে ১০টি এবং ২০২২ সালে ১৪টি ভাষায় এ খুতবা অনুবাদ করা হয়। সবশেষ ২০২৩ সালে ২০টি ভাষা এবং এবার পরিধি আরও বাড়িয়ে ৫০ ভাষায় অনূদিত হবে।

বাংলা ভাষায় সম্প্রচারিত খুতবার এ প্রকল্পে বাংলাদেশে মোট চারজন দায়িত্ব পালন করেন। তারা হলেন ড. খলিলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পরিচয়ে ৯৮ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

‘হাসিনার আমলে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে’

ডা. জুবাইদার জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপির চিঠি

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি আ.লীগ নেতার দখলে

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন, মাঠে নামছেন তারকারা

এক মণ ধানে একজন শ্রমিক!

দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

বিয়ের পর ছাত্রীকে অস্বীকার, পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার

১০

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪২

১১

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

১২

আনচেলত্তি-ব্রাজিল নাটকে নতুন মোড়

১৩

জনগণই আ.লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে : নাহিদ ইসলাম

১৪

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৫

মা হারা হাতি শাবকের মৃত্যু, ময়নাতদন্তের পর মাটিচাপা 

১৬

এনসিপির সমাবেশ শুরু, সামনের সারিতে জুলাই আহতরা

১৭

‘আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে’

১৮

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার বৃদ্ধি পেয়েছে : রিউমর স্ক্যানার

১৯

‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

২০
X