ভূ-রাজনৈতিক টানাপড়েন আরও তীব্র হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী ৪টি প্রদেশ এবং একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। খবর ব্লুমবার্গের।
রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক ভিডিও বার্তায় জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জুলিয়া, ফালকন, নুয়েভা এসপার্তা, সুক্রে এবং ডেলটা আমাকুরো অঞ্চলে।
প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান, তিনি নিজেই একটি বাংকার থেকে এ নির্দেশ কার্যকরের তদারকি করছেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের সেনারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। দেশের আকাশসীমা, উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কেউ কোনো ফাঁক রাখবে না।’
এদিকে গত আগস্টে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩টি যুদ্ধজাহাজ এবং চার হাজার সেনা মোতায়েন করে। ওয়াশিংটনের দাবি, এই অভিযান ছিল মাদকচক্র মোকাবিলার অংশ। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি নৌকায় হামলা চালালে অন্তত ১১ জন নিহত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের চেষ্টা করছিল তারা।
ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভেনেজুয়েলা অন্তত দুটি যুদ্ধবিমান পাঠায় আন্তর্জাতিক জলসীমায়, যেগুলো একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি অবস্থান নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে কারাকাস এ তথ্য নিশ্চিত করেনি।
রোববার প্রতিরক্ষামন্ত্রী লোপেজ বলেন, ‘আমাদের বিমানবাহিনী সার্বক্ষণিক আকাশ টহল দিচ্ছে, দেশের আকাশসীমা সুরক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।’ একই সঙ্গে নৌবাহিনীও ক্যারিবীয় ও আটলান্টিক উপকূলে টহল জোরদার করেছে বলে জানান তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ভেনেজুয়েলার কোনো যুদ্ধবিমান যদি মার্কিন যুদ্ধজাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে তা ভূপাতিত করা হবে।’
ভেনেজুয়েলার এই নতুন সেনা মোতায়েন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের মধ্যে এ উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেবে কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বাড়ছে শঙ্কা।
মন্তব্য করুন