কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভূ-রাজনৈতিক টানাপড়েন আরও তীব্র হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী ৪টি প্রদেশ এবং একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। খবর ব্লুমবার্গের।

রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক ভিডিও বার্তায় জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জুলিয়া, ফালকন, নুয়েভা এসপার্তা, সুক্রে এবং ডেলটা আমাকুরো অঞ্চলে।

প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান, তিনি নিজেই একটি বাংকার থেকে এ নির্দেশ কার্যকরের তদারকি করছেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের সেনারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। দেশের আকাশসীমা, উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কেউ কোনো ফাঁক রাখবে না।’

এদিকে গত আগস্টে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩টি যুদ্ধজাহাজ এবং চার হাজার সেনা মোতায়েন করে। ওয়াশিংটনের দাবি, এই অভিযান ছিল মাদকচক্র মোকাবিলার অংশ। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি নৌকায় হামলা চালালে অন্তত ১১ জন নিহত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের চেষ্টা করছিল তারা।

ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভেনেজুয়েলা অন্তত দুটি যুদ্ধবিমান পাঠায় আন্তর্জাতিক জলসীমায়, যেগুলো একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি অবস্থান নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে কারাকাস এ তথ্য নিশ্চিত করেনি।

রোববার প্রতিরক্ষামন্ত্রী লোপেজ বলেন, ‘আমাদের বিমানবাহিনী সার্বক্ষণিক আকাশ টহল দিচ্ছে, দেশের আকাশসীমা সুরক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।’ একই সঙ্গে নৌবাহিনীও ক্যারিবীয় ও আটলান্টিক উপকূলে টহল জোরদার করেছে বলে জানান তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ভেনেজুয়েলার কোনো যুদ্ধবিমান যদি মার্কিন যুদ্ধজাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে তা ভূপাতিত করা হবে।’

ভেনেজুয়েলার এই নতুন সেনা মোতায়েন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের মধ্যে এ উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেবে কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বাড়ছে শঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা

বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক

টিভি দেখতে দেখতে হঠাৎ ব্রেন স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী

গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে : খাদ্য সচিব

ভোটের আগের দিন ‘গুরুতর’ অভিযোগ আনলেন উমামা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাঈদকে পুলিশে সোপর্দ

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বাসের দরজায় ‘নকআউট’ হলান্ড, মুখে লাগল তিন সেলাই

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

দুদকের আরেক মামলায় গ্রেপ্তার শিবলী রুবাইয়াত

১০

এক মাসে কতটা ওজন কমানো নিরাপদ, জানালেন চিকিৎসক

১১

ভোক্তা অধিকারে নতুন মহাপরিচালক নিয়োগ

১২

এআই দিয়ে তৈরি ছবি কি না, চিনবেন ৫ উপায়ে

১৩

‘আর কোনো মা-বোনকে যেন স্বামী-সন্তানের জন্য কাঁদতে না হয়’

১৪

নেপালে শুরু হয়েছে আরেক ‘জুলাই আন্দোলন’?

১৫

নেপালে বাংলাদেশ দলের অবস্থা নিয়ে যা জানাল বাফুফে

১৬

কুমিল্লায় মা-মেয়ে হত্যা, সন্দেহভাজন কবিরাজ আটক

১৭

বাংলাদেশের যে গ্রামে পাঁচতারকাসহ অর্ধশতাধিক রিসোর্ট-কটেজ

১৮

ডাকসু নির্বাচন / ভিপি প্রার্থী শামীমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াসের

১৯

প্রতিপক্ষের ঘুষিতে নারীর মৃত্যু

২০
X