অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় চারজনই নিহত হয়েছেন, এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নৈশকালীন যৌথ মহড়ার সময় গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে দ্বীপের কাছে এমআরএইচ-৯০ সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
আজ শনিবার সংবাদ ব্রিফিংয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘নিখোঁজ সেনা কর্মকর্তাদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।’
আরও পড়ুন : নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
তিনি বলেন, ‘আমরা ভালো সংবাদের অপেক্ষায় আছি। এখন এ ঘটনার প্রাথমিক পর্যায়ে রয়েছি। এ সম্পর্কে দেওয়ার মতো আরও অনেক তথ্য আছে।’
এ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল। তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ মুহূর্ত। এ সময় আমাদের লোকদের খুঁজে বের করা এবং তাদের পরিবার ও টিমের বাকি সদস্যদের পাশে দাঁড়ানো আমাদের প্রধান কাজ।’
তবে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ।
যৌথ মহড়া স্থগিত
এমআরএইচ-৯০ সামরিক হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে তাবিজ সাবের নামের একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এ মহড়ায় যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়াসহ ১৩টি দেশের ৩০ হাজারের বেশি সেনা সদস্য অংশগ্রহণ করেছেন।
এ ঘটনার পরপর মহড়া স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এমনকি মহড়া আবার কবে শুরু হবে এমন তথ্যও জানায়নি দেশটি।
ব্রিগেডিয়ার ড্যামিয়ান হিল বলেন, সেনা সদস্যরা যেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আসলে কী ঘটছে তা জানাতে পারে সে জন্য মহড়া স্থগিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুজনেই বর্তমানে অস্ট্রেলিয়া-মার্কিন মন্ত্রী পর্যায়ের বার্ষিক সংলাপের জন্য কুইন্সল্যান্ডে রয়েছেন। এ ঘটনায় তারা সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মন্তব্য করুন