কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরেও রাগ পুষে রেখেছেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখনো কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়েছে। অনেকে বলছেন, গাজা ইস্যু নিয়ে পোপের অবস্থানে ক্ষুদ্ধ ছিলেন নেতানিয়াহু, তারই প্রকাশ দেখা যাচ্ছে এখন।

সোমবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শোকবার্তাটি প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়। বার্তায় লেখা ছিল, ‘আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। তার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক।’

যদিও শোকবার্তাটি প্রত্যাহারের বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও গাজার যুদ্ধ নিয়ে পোপের পূর্ববর্তী অবস্থানকে ঘিরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে জানতে চায় জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটিকে ওই কর্মকর্তা বলেন, ‘পোপ একাধিকবার ইসরায়েলবিরোধী মন্তব্য করেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রকাশের বিষয়ে সরকারের কোনো নির্দেশনা ছিল না। শোকবার্তাটি ভুলক্রমে প্রকাশ করা হয়েছিল।’

উল্লেখ্য, গত নভেম্বরে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘গাজায় যা ঘটছে, তা কি গণহত্যা নয়—এই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের খতিয়ে দেখা উচিত।’ ওই মন্তব্যে স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতেও গাজার মানবিক পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন তিনি।

পোপের এসব বক্তব্য ইসরায়েলি রাজনৈতিক মহলে অসন্তোষের জন্ম দেয়। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান র‍্যাবাই (ইহুদিদের ধর্মযাজক) বলেছিলেন, পোপ পক্ষপাতমূলক সমালোচনা করছেন এবং এতে ইসরায়েলের প্রতি অসামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে।

তবে নেতানিয়াহু আনুষ্ঠানিক কোনো শোকবার্তা না দিলেও ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক খোলা চিঠিতে খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস ছিলেন বিশ্বাস, সহানুভূতি ও মানবিকতার প্রতীক।’

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ভ্যাটিকানের সম্পর্ক বরাবরই জটিল। যদিও সাম্প্রতিক দশকে ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবে গাজা যুদ্ধ ইস্যুতে এই সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠছে।

পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে দায়িত্ব পালনকালে যুদ্ধ ও সংঘাতের বিষয়ে নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করেছেন। তিনি যেমন ইহুদি বিদ্বেষের নিন্দা করেছেন, তেমনি গাজার সংখ্যালঘু খ্রিস্টানদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখেছিলেন।

ক্যাথলিক এই ধর্মগুরুর মৃত্যুতে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় শোকাহত। পোপের মৃত্যুর পর বিভিন্ন দেশ ও নেতারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ইসরায়েলের দ্বিধান্বিত প্রতিক্রিয়া প্রশ্ন তুলছে ধর্ম ও রাজনীতির সংবেদনশীল সম্পর্ক নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

রাজধানীতে আজ কোথায় কী

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১০

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১১

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

১৩

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১৪

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১৫

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১৭

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৮

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৯

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

২০
X