কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরেও রাগ পুষে রেখেছেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখনো কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়েছে। অনেকে বলছেন, গাজা ইস্যু নিয়ে পোপের অবস্থানে ক্ষুদ্ধ ছিলেন নেতানিয়াহু, তারই প্রকাশ দেখা যাচ্ছে এখন।

সোমবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শোকবার্তাটি প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়। বার্তায় লেখা ছিল, ‘আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। তার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক।’

যদিও শোকবার্তাটি প্রত্যাহারের বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও গাজার যুদ্ধ নিয়ে পোপের পূর্ববর্তী অবস্থানকে ঘিরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে জানতে চায় জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটিকে ওই কর্মকর্তা বলেন, ‘পোপ একাধিকবার ইসরায়েলবিরোধী মন্তব্য করেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রকাশের বিষয়ে সরকারের কোনো নির্দেশনা ছিল না। শোকবার্তাটি ভুলক্রমে প্রকাশ করা হয়েছিল।’

উল্লেখ্য, গত নভেম্বরে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘গাজায় যা ঘটছে, তা কি গণহত্যা নয়—এই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের খতিয়ে দেখা উচিত।’ ওই মন্তব্যে স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতেও গাজার মানবিক পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন তিনি।

পোপের এসব বক্তব্য ইসরায়েলি রাজনৈতিক মহলে অসন্তোষের জন্ম দেয়। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান র‍্যাবাই (ইহুদিদের ধর্মযাজক) বলেছিলেন, পোপ পক্ষপাতমূলক সমালোচনা করছেন এবং এতে ইসরায়েলের প্রতি অসামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে।

তবে নেতানিয়াহু আনুষ্ঠানিক কোনো শোকবার্তা না দিলেও ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক খোলা চিঠিতে খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস ছিলেন বিশ্বাস, সহানুভূতি ও মানবিকতার প্রতীক।’

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ভ্যাটিকানের সম্পর্ক বরাবরই জটিল। যদিও সাম্প্রতিক দশকে ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবে গাজা যুদ্ধ ইস্যুতে এই সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠছে।

পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে দায়িত্ব পালনকালে যুদ্ধ ও সংঘাতের বিষয়ে নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করেছেন। তিনি যেমন ইহুদি বিদ্বেষের নিন্দা করেছেন, তেমনি গাজার সংখ্যালঘু খ্রিস্টানদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখেছিলেন।

ক্যাথলিক এই ধর্মগুরুর মৃত্যুতে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় শোকাহত। পোপের মৃত্যুর পর বিভিন্ন দেশ ও নেতারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ইসরায়েলের দ্বিধান্বিত প্রতিক্রিয়া প্রশ্ন তুলছে ধর্ম ও রাজনীতির সংবেদনশীল সম্পর্ক নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : ওয়াশিংটন

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

১০

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

১১

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

১২

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

১৩

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

১৪

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

১৫

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১৬

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১৮

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১৯

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

২০
X