সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

‘জাতিসংঘের বেশিরভাগ রিপোর্ট কেউ পড়ে না’—স্বীকারোক্তি সংস্থাটিরই

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ প্রতিবছর হাজারেরও বেশি প্রতিবেদন তৈরি করে। কিন্তু এর অধিকাংশই বাস্তবে পাঠকের চোখে পড়ে না। সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির নিজস্ব এই পর্যবেক্ষণে বলা হয়েছে, অপ্রয়োজনীয় সভা ও অপ্রাসঙ্গিক প্রতিবেদনের ভারে জাতিসংঘ কার্যত নতজানু হয়ে পড়েছে।

২০২৫ সালে জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে সংস্থার কাজের গতি ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ—‘UN80 Task Force’। গত মার্চে এটি চালু করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

৩১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুধু গত বছরই জাতিসংঘে হয়েছে ২৭ হাজার সভা—যেখানে অংশ নেয় প্রায় ২৪০টি সংস্থা ও কমিটি। এ সময় তৈরি হয়েছে ১ হাজার ১০০টি প্রতিবেদন, যা ১৯৯০ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই বিপুল পরিমাণ প্রতিবেদনের সিংহভাগই কোনো কাজে আসে না। মাত্র ৫ শতাংশ প্রতিবেদন ৫ হাজার ৫০০ বারের বেশি ডাউনলোড হয়েছে। আবার প্রতি পাঁচটি প্রতিবেদনের একটি এক হাজারেরও কমবার ডাউনলোড হয়েছে। তাও ডাউনলোড মানেই যে পাঠক তা পড়েছেন, তা নয় বলেও মন্তব্য করেন মহাসচিব গুতেরেস।

তিনি বলেন, এই বিপুলসংখ্যক সভা ও প্রতিবেদন আমাদের সবাইকে প্রচণ্ড ক্লান্তির দিকে ঠেলে দিচ্ছে। প্রকৃতপক্ষে, এসবের অনেকটাই অপ্রয়োজনীয়।

গুতেরেস আরও জানান, সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের মতো সংস্থাগুলো থেকে প্রতি বছর যে বিপুলসংখ্যক ‘ম্যান্ডেট’ (নির্দেশনা) আসে, তা পূরণ করতে গিয়েই এত সভা ও রিপোর্টের বোঝা তৈরি হয়।

অর্থনৈতিক সংকটও জাতিসংঘের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত সাত বছর ধরে চাঁদা দিতে সদস্য রাষ্ট্রদের অনাগ্রহের কারণে সংস্থাটি ধারাবাহিক অর্থসংকটে ভুগছে। বাজেট ঘাটতি দেখা দিচ্ছে নিয়মিত।

এ অবস্থায় গুতেরেস আহ্বান জানিয়েছেন—অপ্রয়োজনীয় সভা বাতিল করতে হবে, প্রতিবেদন তৈরির সংখ্যা কমাতে হবে এবং যেগুলো তৈরি হবে, সেগুলো যেন সব ম্যান্ডেট পূরণে কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সংস্থাটির এই স্বীকারোক্তি জাতিসংঘের কাজের ধরন ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অর্থনৈতিক টানাপোড়েনের সময় অপচয় বন্ধে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১০

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১১

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১২

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৩

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৪

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৫

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৬

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৭

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

১৮

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

১৯

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

২০
X