বেলজিয়ামের শহর ব্রাসেলসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ব্রাসেলসের মধ্যাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলি চালানোর পরই বন্দুকধারী পালিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, শহরের একটি স্টেশনে এক যুবক বড় একটি বন্দুক ব্যবহার করে কয়েক গুলি ছুড়ছেন।
জানা গেছে, নিহত দুজনই সুইডিস নাগরিক। সোমবার সন্ধ্যায় গোলাগুলির স্থান থেকে প্রায় ৩ মাইল (৫ কিলোমিটার) দূরে হেইসেল স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল।
নিহত দুইজন সুইডিশ ফুটবল দলের ভক্ত বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য করুন