কয়েক মাস আগে নিজের বিছানা ভাড়া দেওয়া হবে এমন বার্তা দেওয়ার পর আলোচনায় আসেন অস্ট্রেলিয়ান মডেল মনিকা জারামিয়া। এবার সংসারে খরচ কিছুটা সহনীয় পর্যায়ে আনতে বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার (বেডমেট) প্রস্তাব দিয়েছেন কানাডিয়ান এক নারী।
সম্প্রতি কানাডার টরেন্টো শহরে জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাসা ভাড়া বেড়ে যাচ্ছে বহুগুণে। এই ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন মানুষ। গত মাসে টরন্টোভিত্তিক রিয়েলটর আনিয়া ইটিঙ্গা তার ফেসবুকে এক নারীর বেডমেট চেয়ে দেওয়া একটি পোস্ট সবার সামনে আনেন। ফেসবুকের মার্কেটপ্লেসে দেওয়া ওই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টে দেখা গেছে, ওই নারী তার বিছানার অর্ধেক অংশের জন্য প্রতি মাসে ৭২ হাজার ৯৮৯ টাকা (৯০০ কানাডিয়ান ডলার) ভাড়া দিতে চান। অবশ্য ওই পোস্ট এখন ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
‘শেয়ারড বেডরুম ইন আ লেক-ফেসিং ডাউনটাউন কনডো’ শিরোনামের ওই ফেসবুক পোস্টে বলা হয়েছিল, ‘একজন সরল নারী খুঁজছি, যার সঙ্গে মাস্টার বেডরুমে একটি কুইন সাইজ বিছানা শেয়ার করতে চাই। আগে আমি ফেসবুকে খুঁজে পাওয়া এক নারীর সঙ্গে আমার বিছানা শেয়ার করেছিলাম। সেটা ভালোই চলছিল।’
পোস্টটি প্রসঙ্গে সিটিভি নিউজ টরেন্টোকে আনিয়া ইটিঙ্গার বলেন, ‘আপনি যদি ভাবেন, টরেন্টোর অর্থনৈতিক অবস্থায় খারাপ কিছু ঘটেনি। তাহলে এটা দেখুন, আসলে এমনটাই ঘটছে। একজন মাসে ৯০০ কানাডিয়ান ডলারে তার বিছানা ভাড়া দিতে চাচ্ছেন। অনেকেই বিষয়টিকে ভালোভাবে দেখবেন না। তবে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, অনেকে এটা করতে বাধ্য হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
টরেন্টোয় আবাসন সংকটের তীব্রতা তুলে ধরে বলা আনিয়ার এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, ‘আতঙ্কের বিষয় হলো, তিনি যে কারও কাছে তার বিছানা ভাড়া দিতে চাচ্ছেন। কেউ না কেউ হয়ত সেটা ভাড়াও নিচ্ছেন।’
টরেন্টো কানাডার দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজার হিসেবে পরিচিতি পেয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টরেন্টোয় একটি এক কক্ষের বাসার গড় খরচ প্রতি মাসে প্রায় ২ লাখ ৮৯ হাজার ৬৬০ টাকা (২ হাজার ৬১৪ মার্কিন ডলার)।
মন্তব্য করুন