কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদের পর আন্দোলনের ঘোষণা ইমরান খানের পিটিআই

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে পিটিআই থেকে এই ঘোষণা এসেছে।  ছবি : সংগৃহীত।
পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে পিটিআই থেকে এই ঘোষণা এসেছে।  ছবি : সংগৃহীত।

পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা করেছে যে, তারা আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা এসেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদ সম্মেলনে পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই বলেন, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুটি প্রধান দল—পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ)—এর মধ্যে ব্যাপক মতানৈক্য সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ঈদের আগেই শেহবাজ সরকারের পতন ঘটতে পারে। ইউসুফজাই আরও দাবি করেন, ক্ষমতাসীন দলগুলোর মধ্যে একে অপরকে দোষারোপের কারণে সরকারের শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

পিপিপি নেতারা অভিযোগ করছেন, পিএমএল-এন সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছে। অপরদিকে পিএমএল-এন দাবি করছে, সিন্ধ প্রদেশে পিপিপি সরকারের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। দুই দলের মধ্যে এই বিরোধের ফলে সরকারের পতন দ্রুতই ঘটবে বলে তারা ধারণা করছেন।

পিটিআইয়ের এই নেতা ঈদের পর সরকারের বিরুদ্ধে একটি বৃহৎ বিরোধী দলীয় জোট গঠনের কথাও জানিয়েছেন। তিনি জানান, এই জোট পিটিআইসহ অন্যান্য বিরোধী দলগুলো ঈদের পর সরকারের পতন ঘটাতে কঠোর আন্দোলন শুরু করবে। তিনি আরও বলেন, এটা সরকারের বিরুদ্ধে জনগণের রাগ ও ক্ষোভের প্রতিফলন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের শুরুতে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইমরান খান ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এমনকি তার দল পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনুমতি দেওয়া হয়নি, ফলে পিটিআইয়ের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে, সেই নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও পিটিআই সরকার গঠন করতে পারেনি।

গত বছরের নভেম্বর মাসে, ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল লংমার্চ করে পিটিআই। কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনটি ব্যর্থ হয়। এখন ঈদুল ফিতরের পর ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পিটিআই, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X