কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু হুমকি সহ্য করব না : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি।

সোমবার ( ১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ, সমুদ্র থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত রয়েছে। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনাবাহিনী। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।

তিনি বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না।

এর আগে আনন্দবাজার জানায়, সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ ভাষণে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এরপর আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স (ডিজিএমও)-এর মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

শনিবার (১০ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে শেয়ার করা এক পোস্টে জানান— যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!’

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ ‘নিরপেক্ষ একটি স্থান’ আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রুবিও বলেছেন, গত ৪৮ ঘণ্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, সেনাপ্রধান আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসীম মালিকসহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে’ আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি এবং শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের জন্য আমরা তাদের প্রশংসা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় একযোগে দুই দেশের হামলা

বিএনপি নেত্রীসহ দুজনের মনোনয়ন বাতিল

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজন আটক

চট্টগ্রামে এলপিজির দামে আগুন

গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন জানাল বিসিবি

দলের নতুন চেয়ারম্যান কবে ঘোষণা হবে জানালেন মির্জা ফখরুল

অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই পর্যটক ও রিসোর্ট মালিক

বিএনপি চায় অবাধ-সুষ্ঠু নির্বাচন : নজরুল ইসলাম খান

কারাগারে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

১০

কোমা ভেঙে ফিরলেন ড্যামিয়েন মার্টিন

১১

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

১২

এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের নিয়ে যা বললেন আখতার

১৩

চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৪

এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা

১৫

হানিয়ার বিয়ে নিয়ে জ্যোতিষীর সতর্কবার্তা

১৬

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৭

জয়ার ‘ওসিডি’ কি ভারতে মুক্তি পাবে?

১৮

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, খুনিদের ধরতে সীমান্তে সতর্কতা

১৯

উত্তাল ইরান, জায়গায় জায়গায় বিক্ষোভ

২০
X