কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-পাকিস্তান সম্পর্কের আশা যেভাবে নষ্ট হলো

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে নিজেদের যুক্ত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনেকটা আগ্রহী হয়ে ওঠে। তবে সেই প্রক্রিয়া পুরোটাই থমকে যায় গেল বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর। এমন পরিস্থিতিতে যুদ্ধ-পরবর্তী সময়ে তেলআবিবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক স্থাপনের সম্ভাবনা কতটুকু? তারই উত্তর খুঁজতে চেষ্টা করেছেন পাকিস্তানি এক সাংবাদিক।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে লেখা এক নিবন্ধে লন্ডনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালাম জানান, ইসরায়েলের বিষয়ে পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নিবে তার ইঙ্গিত পাওয়া যাবে সৌদি আরবের তৎপরতা থেকে। সম্প্রতি বিশ্বের বুকে একমাত্র ইহুদিবাদী দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের জোর গুঞ্জন উঠেছিল। তবে চলতি মাসেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফর সে সম্ভাবনাকে অনেকটুকুই শেষ করে দিয়েছে।

পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি মুসলিম রাষ্ট্র সৌদি আরবের। আবার দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও বড় ধরনের সৌদি বিনিয়োগ পেতে মরিয়া হয়ে আছে ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান। অপরদিকে কৌশলগত ভারসাম্য ধরে রাখতে শিয়াপ্রধান ইরানের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ও ইরান দুই দেশই ইসরায়েলের কড়া সমালোচক। এমনকি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান। পাকিস্তানি এ সাংবাদিক মনে করেন, ইসলামাবাদ যদি তেহরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি বিবেচনায় নাও নিত, তবুও পাকিস্তান-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছিল, বর্তমান পরিস্থিতিতে এর ছিটেফোঁটাও নেই।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান-ইসরায়েল সম্পর্কে কিন্তু আশাজাগানিয়া উন্নতি হচ্ছিল। দুই দেশের সাংবাদিক ও শিক্ষাবিদেরা উচ্চপর্যায়ের সফরও করেছিলেন। তবে এখন চিত্র পুরোটাই উল্টো। এ ছাড়া গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে পাকিস্তানের মানুষ ইসরায়েলকে এখন চরম ঘৃণার চোখে দেখে। সম্প্রতি পাকিস্তানের মিরপুর শহরে কেএফসির একটি রেস্তোরাঁয় আগুন দিয়েছেন লোকজন। প্রতিষ্ঠানটির ইসরায়েল সমর্থনের অভিযোগে এমনটা করা হয়। এমন পরিস্থিতিতে দেশটিকে স্বীকৃতি দেওয়ার কথা তুললে পাকিস্তানের কোনো সরকারই জনরোষের মুখে টিকতে পারবে না। অন্যদিকে, দীর্ঘদিনের পশ্চিমা ও আরব মিত্রদের উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সত্যিকার অর্থেই ইসলামাবাদ প্রস্তুত আছে কিনা—সে প্রশ্নও থেকে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

ইতালিতে জরুরি অবস্থা জারি

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১২

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

১৪

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

এসিআই মোটরসে চাকরির সুযোগ

২০
X