ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে কিউবার তরুণ নাগরিকদের প্রলুব্ধ করার অভিযোগে একটি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিউবান কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চলতি সপ্তাহের শুরুতে কিউবা জানিয়েছিল, এই মানবপাচার চক্রকে নির্মূল করতে কাজ করছে কর্তৃপক্ষ। এই চক্রটি কিউবা ও রাশিয়া, দু’দেশের মাটিতেই সক্রিয়।
গতকাল বৃহস্পতিবার একটি টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিজার রদ্রিগেজ বলেন, তদন্তের মাধ্যমে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চক্রটির নেতাও রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ না করলেও রদ্রিগেজ বলেন, ইউক্রেনে রাশিয়ার হয়ে ভাড়ায় যুদ্ধ করতে কিউবা থেকে লোক সংগ্রহের জন্য দুজনের ওপর নির্ভর করতেন দলনেতা। ওই দুই ব্যক্তি কিউবার নাগরিক।
আইনজীবী হোসে লুইস রেয়েস বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচার, ভাড়ায় যুদ্ধ করা এবং বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতাপরায়ণ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাদের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে।
সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরেই দেশের অর্থনৈতিক স্থবিরতা থেকে বাঁচতে কিউবার অভিবাসীরা রাশিয়ায় পাড়ি জমিয়ে আসছেন।
মন্তব্য করুন