কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনকা সাম্রাজ্যের দেশে জেন-জি ঢেউ, চাপে প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকা সাম্রাজ্য, আন্দেস পর্বতমালা বা মাচু পিচুর জন্য বারবার বিশ্ব মিডিয়ার খবরে আসা পেরু জেন-জি বিক্ষোভে উত্তাল। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ দ্রুত ব্যাপক জনবিস্ফোরণের দিকে এগোচ্ছে। পরিস্থিতির প্রকৃতি বুঝে পতনের চাপে রয়েছেন রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে।

কর্তৃপক্ষ এবং মানবাধিকার কর্মীদের মতে, পেরুর রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন একজন পুলিশ অফিসারসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। আন্দোলনকারী আহতের খবর ছড়িয়ে পড়লে জেন-জিরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। সপ্তাহান্তে শত শত মানুষ কেন্দ্রীয় লিমায় সরকারের বিরুদ্ধে মিছিল করে। সড়কে পুলিশের বিশাল উপস্থিতিও তাদের দমাতে পারছে না।

তরুণদের একটি দল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্য করে পাথর, পেট্রোল বোমা এবং আতশবাজি ছুড়ে মারে। পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট দিয়ে জবাব দেয়।

মানবাধিকার জোট জাতীয় মানবাধিকার সমন্বয়কারী রোববার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, সংঘর্ষে একজন সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন। বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আয়োজিত ‘মার্চের’ সময় মোলোটভ ককটেল হামলায় একজন পুলিশ অফিসার ভয়াবহ মাত্রায় দগ্ধ হন। পুলিশ এ তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষের ছবি শেয়ার করেছে।

কিন্তু মানবাধিকার গোষ্ঠী সহিংসতার জন্য পুলিশকে দায়ী করেছে। গোষ্ঠীটির আইনজীবী মার পেরেজ বলেছেন, আমরা পুলিশকে প্রতিবাদ করার অধিকারকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। জনগণের ওপর আক্রমণ করা তো দূরের কথা, বিপুল পরিমাণে টিয়ার গ্যাস নিক্ষেপের কোনো যুক্তিসংগত কারণ ছিল না।

শনিবারের বিক্ষোভে সহিংসতার পরও রোববার রাতে মিছিল বের করে শত শত পরিবহন শ্রমিক এবং জেনারেশন জেড যুব সংঘের আন্দোলনকারীরা। তারা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেন। ওই সময় কয়েক ডজন পুলিশ অফিসার কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

২৮ বছর বয়সী প্রকৌশলী আদ্রিয়ানা ফ্লোরেস রোববার এএফপি সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে, জীবনের জন্য এবং সেই অপরাধের বিরুদ্ধে মিছিল করছি, যা আমাদের প্রতিদিন হত্যা করছে।’

চাকরির অনিশ্চয়তা এবং ৭০ শতাংশেরও বেশি অনানুষ্ঠানিক কর্মসংস্থানের হার সত্ত্বেও গত ৫ সেপ্টেম্বর বোলুয়ার্ট সরকার একটি আইন পাস করে। এরপর থেকে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। জেন-জিরা এ আইন অমান্যের ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসে।

মেয়াদের শেষ প্রান্তে বলুয়ার্তে। আগামী বছরের ২৮ জুলাই তা শেষ হতে চলেছে। চূড়ান্ত পর্যায়ে এসে তার জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে। তার জারি করা নতুন আইন অনুযায়ী, তরুণদের ব্যক্তিগত পেনশন তহবিলে অবদান রাখতে হবে। তরুণরা বলছেন, রাষ্ট্র তরুণদের চাকরি দিতে ব্যর্থ হলেও নিবর্তনমূলক আইন করতে এক ধাপ এগিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানের বারান্দা

নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবার

আদালতে অঝোরে কাঁদলেন মেঘনা আলম

পদ্মার এক ‘ঢাঁই মাছ’ ৫৯ হাজার টাকায় বিক্রি 

আপাতত নিষিদ্ধ হচ্ছে না ইসরায়েল!

দুই ‘আফ্রিদি’কে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

সৃজিতকে নিয়ে মুখ খুললেন মিথিলা

পূজায় দর্শনার্থীদের জন্য স্যালাইন-ওষুধসহ হেল্পডেস্ক চালু ছাত্রদলের

ইয়ামালকে ঘিরে বার্সা-স্পেন দ্বন্দ্ব বাড়ছেই

১০

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?

১১

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে’

১২

‘ক্লাসে আসলেই ভয় হয়, কখন যেন ছাদ ভেঙে পড়ে মাথায়’

১৩

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ 

১৪

বাংলাদেশকে কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না : রিজভী 

১৫

ভারতের সঙ্গে খেলা বন্ধের দাবি তুললেন সাবেক পাক তারকা

১৬

জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে এনটিএমসি

১৮

কুমারী দেবীর সাজে অদিত্রী, পূজায় পুণ্যার্থীদের ঢল

১৯

অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ

২০
X