

আলোচিত নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদোর কথা মনে আছে? দেশ থেকে পালানোর সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার নেওয়ার জন্য গোপনে দেশ ছাড়তে গিয়ে আহত হন সর্বশেষ শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। তার মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে ছোট একটি নৌকায় দেশ ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। সোমবার নরওয়ের একটি গণমাধ্যম এর সত্যতা নিশ্চিত করে।
কর্তৃপক্ষের আরোপিত প্রায় এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে পাড়ি দেন। তবে তিনি নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় গত বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পদক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। নরওয়ের দৈনিক আফটেনপোস্টেন জানিয়েছে, অসলোতে চিকিৎসকদের পরীক্ষায় তার পিঠে একটি ফ্র্যাকচার ধরা পড়ে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে মেরুদণ্ডে আঘাত পান তিনি।
মাচাদোর মুখপাত্র রয়টার্সকে জানান, আফটেনপোস্টেনের প্রতিবেদনটি সঠিক, তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি। এর আগে রয়টার্সকে জানানো হয়েছিল, মাচাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও পৌঁছান।
সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশে যাত্রা করেন। মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা।
মন্তব্য করুন