কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনের ফলে ভারতের এক গ্রামে হতাশা, আরেক গ্রামে উল্লাস

কমলা হ্যারিস ও উষা ভান্স। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও উষা ভান্স। ছবি : সংগৃহীত

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণা হওয়ার পর, ভারতের দুটি গ্রামে তৈরি হয়েছে বিপরীত প্রতিক্রিয়া। একদিকে, যেখানে গ্রামবাসীরা ট্রাম্পের জয়কে উল্লাসে মেনে নিয়েছেন, অন্যদিকে অপর গ্রামে কমলা হ্যারিসের পরাজয়ে হতাশা এবং বিষণ্ণতা বিরাজ করছে। তবে উভয় গ্রামেই সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল পিতৃভূমির প্রতি গভীর আবেগ এবং ঐতিহ্যসংক্রান্ত সম্পর্ক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল দক্ষিণ ভারতের দুটি ছোট গ্রামে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

প্রতিবেদনের বলা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত ভাদলুরু গ্রামে, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভান্সের স্ত্রী ঊষা ভান্সের পৈতৃক বাড়ি, ট্রাম্পের বিজয়কে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে এক অদ্ভুত আবেগপূর্ণ উল্লাস দেখা গেছে। গ্রামবাসীর কাছে ঊষা ভান্সের বিজয় একেবারে ব্যক্তিগত অর্জন, কারণ ঊষা ভান্সের পূর্বপুরুষরা এ গ্রামেই বসবাস করতেন। যদিও ঊষা নিজে কখনো এই গ্রামে আসেননি, তার শিকড়ের প্রতি তার সম্মান এবং মর্যাদা গ্রামবাসীদের মধ্যে এক গভীর আবেগের সঞ্চার করেছে।

ভদলুরু গ্রামবাসী ঊষার সাফল্যে গর্বিত, কারণ তারা বিশ্বাস করেন, ঊষা এখন ‘মার্কিন সেকেন্ড লেডি’ হওয়ার পথে, তার শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রামটির উন্নতিতে অবদান রাখবেন।

‘আমরা গর্বিত, ঊষা আমাদের গ্রামের মেয়ে। তার সাফল্য আমাদের জন্য এক বড় অর্জন’। বলেন ভাদলুরু গ্রামের এক বাসিন্দা। গ্রামটির পুরোহিতও ট্রাম্পের বিজয় কামনা করে বিশেষ প্রার্থনা করেছিলেন। এখন তারা আশা করছেন, ঊষা ভান্স তার শিকড়ে ফিরে এসে এ গ্রামের জন্য কিছু ভালো কাজ করবেন।

অপরদিকে, ভারতের তামিলনাড়ু রাজ্যেল থুলসেন্দ্রপুরম গ্রাম, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মায়ের বংশের শিকড়। এ গ্রামবাসীরা কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর, তারা হতাশ হলেও, কমলা হ্যারিসের সংগ্রাম এবং অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

‘আমরা দুঃখিত, কিন্তু কমলা আমাদের গর্ব। তার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা’। বলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীরা গ্রামের মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল কামলার জয়ের জন্য এবং তার পরাজয়ের পরও গ্রামের বাসিন্দারা তাকে আত্মীয় হিসেবে মনে করেন। গ্রামবাসীর কাছে, কমলা হ্যারিসের বিজয় বা পরাজয় কোনো ব্যাপার নয়। গ্রামবাসীরা বিশ্বাস করে কমলা তাদের প্রতিনিধি এবং তার কৃতিত্বই তাদের জন্য সত্যিকারের গর্ব।

ভারত দেশিটি এ দুটি গ্রামে, যেগুলি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে প্রত্যক্ষভাবে জড়িত, পিতৃভূমির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এক বিশেষ জায়গা দখল করেছে। ভাদলুরু গ্রামে ঊষা ভান্সের বিজয়ে উল্লাস এবং থুলসেন্দ্রপুরমে কমলা হ্যারিসের পরাজয়ে হতাশা হলেও, দু'টি গ্রামের মানুষই তাদের শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং পিতৃভূমির জন্য গর্ব অনুভব করছেন। এটি শুধুমাত্র একটি নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া নয় বরং একটি আন্তর্জাতিক পরিচয়, নিজ শিকড়ের প্রতি অবিচলিত ভালোবাসার এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার ফল।

এমনকি যখন ফলাফল কল্পিত প্রত্যাশা অনুযায়ী না আসে, তবুও উষা ভান্স এবং কমলা হ্যারিসের মতো ব্যক্তিত্বরা তাদের পিতৃভূমি এবং শিকড়ের প্রতি অবিচলিত আস্থার মাধ্যমে ভারতের এ গ্রামগুলিতে নতুন এক গর্ব এবং অনুপ্রেরণার সূচনা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

১০

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

১১

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১২

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১৩

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১৪

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৫

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৭

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৮

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

২০
X