কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় আমেরিকান ভোটারদের গুরুত্ব কতটা?

কমলা হ্যারিস ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

দিন যত ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ততই উৎকণ্ঠা বাড়ছে। সমসাময়িক ভূরাজনীতির প্রেক্ষাপটে এবারের নির্বাচনী ফলাফল নির্ধারণ করবে আগামীর বিশ্ব কীভাবে পরিচালিত হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোটের বাক্সে প্রভাব থাকবে গাজা ও ইউক্রেন যুদ্ধের। ফলে এখনই ভোট নানা হিসাব-নিকাশ করতে শুরু করেছেন মুসলিম ও ইহুদি আমেরিকানরা। এসবের পাশাপাশি ভোটারদের আরেকটি প্রভাবশালী গোষ্ঠী রয়েছে ভারতীয়-আমেরিকানদের। এবারের নির্বাচনে কতটা প্রভাব রাখবেন তারা আর নির্বাচনে তাদের গুরুত্বই বা কতটুকু?

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কমালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প দু’জনেই ভারতীয়-আমেরিকানদের নিজের দিকে আকৃষ্ট করার ব্যাপক চেষ্টা করে চলেছেন। কারণ যুক্তরাষ্ট্রে এশীয়-আমেরিকান ভোটারদের মধ্যে বৃহত্তম এবং রাজনৈতিকভাবে সক্রিয় গোষ্ঠী হলো ভারতীয়-আমেরিকানরা। ফলে এসব ভোটারদের রায় নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কমলা হ্যারিস প্রথম ভারতীয় বংশোদ্ভূত, প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব যিনি ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কমলা হ্যারিস ছাড়াও চলতি নির্বাচনে দৃষ্টি আকর্ষণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের ‘রানিং মেট’ জেডি ভান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স।

যুক্তরাষ্ট্রে জাতীয়স্তরে ভারতীয়-আমেরিকান ব্যক্তিত্বদের প্রভাবের পাশাপাশি, এই সম্প্রদায়ের সঙ্গে রাজনীতির যোগাযোগও ক্রমশ গভীর হয়েছে। এশিয়ান-আমেরিকান সম্প্রদায় সম্পর্কে তথ্য সংগ্রহকারী সংস্থা ‘এএপিআই ডাটা’-র তথ্য অনুযায়ী, গত দুই প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় আমেরিকান ভোটারের সংখ্যা শ্বেতাঙ্গ ভোটারদের তুলনায়ও বেশি ছিল। এএপিআই ডাটার সহপ্রতিষ্ঠাতা কার্তিক রামকৃষ্ণণনের মতে, প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের উপস্থিতি দক্ষিণ এশীয় ভোটারদের সংখ্যাকে ৭৫ শতাংশে পৌঁছে দিতে পারে।

২০২৪ সালে ‘এএপিআই ডেটা’র জরিপ বলছে, ভারতীয়-আমেরিকান ভোটারদের ৫৫ শতাংশ ডেমোক্র্যাটপন্থি আর ২৬ শতাংশ রিপাবলিকানপন্থি হিসাবে নিজেদের চিহ্নিত করেন। যদিও ২০২০ সাল থেকে ডেমোক্র্যাটপন্থি ভারতীয়-আমেরিকানদের সংখ্যা কমছে। ‘কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’ এবং ‘ইউগভ’ দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয়-আমেরিকান ভোটারদের ৬১ শতাংশ কমলা হ্যারিসকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন আর ৩২ শতাংশ ভোটারে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি ভারতীয়-আমেরিকান নারী কমলা হ্যারিসকে ভোট দিতে চান। অন্যদিকে, ৫০ শতাংশ ভারতীয়-আমেরিকান পুরুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চান। এএপিআই ডাটার সহপ্রতিষ্ঠাতা কার্তিক রামকৃষ্ণণন মনে করেন, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটে ভারতীয়-আমেরিকানদের মধ্যে কমলা হ্যারিসের জনপ্রিয়তা নভেম্বরের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশীয় ভোটাররা হ্যারিসের পক্ষে ঝুঁকছে এবং সেই ভোটারদের সংখ্যা বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

অদৃশ্য ক্ষমতার বলয়ে মেহেরপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী

ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন : খেলাফত মজলিস

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক সমাধানে জোর দিতে চসিক মেয়রের আহ্বান

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

১০

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

১১

বিএনপিতে যোগ দিলেন এনসিপির শতাধিক নেতাকর্মী

১২

৫০০ গজ ধাওয়া করে মিয়ানমারের নাগরিককে ধরল বিজিবি

১৩

ভারতকে রুখে দিয়ে বাংলাদেশের চমক

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৫

কেএফসির মেন্যুতে নতুন চমক ‘বক্স মাস্টার’

১৬

রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপি জিতবে : মিনু

১৭

আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত

১৯

১১ দলের স্থগিত সংবাদ সম্মেলন নিয়ে যা বলছে ইসলামী আন্দোলন

২০
X