বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের প্রত্যন্ত গ্রামে কমলার বিজয়ের জন্য প্রার্থনা

ভারতে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা। ছবি : সংগৃহীত
ভারতে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা। ছবি : সংগৃহীত

আজ ৫ নভেম্বর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে আজ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগমুহূর্তে ভারতে কমলার পৈতৃক গ্রামে তার বিজয়ের জন্য প্রার্থনা করা হচ্ছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলের ছোট্ট জনপদ তামিলনাড়ুর থুলসেন্দ্রপুরমের বাসিন্দারা কমলার জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এ প্রার্থী শুরু হতে যাওয়া মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমলা হ্যারিসের মাতামহ ১০০ বছরের বেশি সময় আগে চেন্নাইয়ের দক্ষিণ উপকূলীয় শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি চেন্নাইয়ে চলে আসেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি সেখানে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন।

আল জাজিরা জানিয়েছে, কমলা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি কখনোই থুলসেন্দ্রপুরমে যাননি। এছাড়া এ গ্রামে তার কোনো আত্মীয় জীবিত নেই। তবে স্থানীয়রা এখনও এ পরিবারটিকে শ্রদ্ধা করে।

স্থানীয় মন্দিরের পুরোহিত এম নটরাজন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমাদের গ্রামের পূর্বপুরুষের নাতনি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিজয় আমাদের প্রত্যেকের জন্য খুশির সংবাদ হবে।

কমলার জন্য দেবতা শিবের একটি রূপ আয়নার প্রতিমূর্তির সামনে প্রার্থনার নেতৃত্ব দেন নটরাজন। তিনি বলেন, আমাদের দেবতা অত্যন্ত শক্তিশালী ঈশ্বর। যদি আমরা তার কাছে ভাল প্রার্থনা করি, তাহলে তিনি তাকে বিজয়ী করবেন।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের এই দেশটিতে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে ইতিমধ্যেই ৮ কোটি ১০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আর আজ ৫ নভেম্বর নির্বাচনের দিন দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশরীরে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।

প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে।

তবে ভয়েস অব আমেরিকা বলছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল গোষণায় কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যেহেতু বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও চিঠির মাধ্যমে আসা ভোট গণনা করার প্রয়োজন হবে তাই এসব অঙ্গরাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ বেশ সময়সাপেক্ষ।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। এবারও এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে ৫ নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১০

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১১

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১২

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৩

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৪

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৫

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৬

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

১৭

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

১৮

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

২০
X