কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিপসিকের ধাক্কায় টালমাটাল মার্কিন শেয়ার বাজার, শত শত বিলিয়ন ডলার হ্রাস

ডিপসিকের লোগো। ছবি : সংগৃহীত
ডিপসিকের লোগো। ছবি : সংগৃহীত

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল কাঁপিয়ে দিয়েছে মার্কিন শেয়ার বাজার। এআই মডেলটির উত্থানে ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়েছে। শেয়ারের দর হারিয়ে টালটাতাল এনভিডিয়ারের মতো মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিবিসি ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার মতো প্রধান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম ব্যাপক হারে কমেছে। চিপ জায়ান্টটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এমনকি ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির মতো প্রতিযোগীদের তুলনায় সামান্য খরচে আর-১ মডেলের চ্যাটবট তৈরি করা ডিপসিকের উত্থানের ফলে সোমবার শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সূচক থেকে ১ ট্রিলিয়ন ডলার মূল্য কমে গেছে।

তথ্য বলছে, কম্পিউটার চিপসের শীর্ষস্থানীয় নির্মাতা এনভিডিয়া এআই প্রযুক্তি বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার পর বিস্ফোরক মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করে। সেই কোম্পানির বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে কোম্পানিটির একদিনের সবচেয়ে বড় পতন এটি।

এদিকে সোমবার মার্কিন বাজারে ধাক্কার পর মঙ্গলবারের প্রথম দিকে লেনদেনে যুক্তরাজ্যের বৃহত্তম পাবলিকলি-তালিকাভুক্ত কোম্পানিগুলোর ‘এফটিএসই-১০০’ স্টক সূচক স্থিতিশীল দেখা গেছে। এ দিন শূন্য দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানি ডিপসিকের উত্থানকে মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের ঘটনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্যমে কাজ করার ডাক দেয়।

তিনি বলেন, চীনের এআই শিল্পের সর্বশেষ উন্নতি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, যদি আপনি এটা সস্তায় করেন, যদি আপনি এটা কম দামে দেন তবে একই ফলাফল পেতে পারেন। আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে এক প্রভাবশালী খেলোয়াড় হিসেবেই থাকবে। একটি চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের মুক্তি আমাদের শিল্পের জন্য জাগরণের ডাক হওয়া উচিত। আমাদের প্রতিযোগিতায় জয়লাভের জন্য মনোযোগী হতে হবে। আমরা অবশ্যই আরও ভালো মডেল সরবরাহ করব এবং নতুন প্রতিযোগী পাওয়াটাও সত্যিকার অর্থেই উৎসাহব্যাঞ্জক। আমরা শিগগিরই নতুন কিছু বাজারে আনব।

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ডিপসিক দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে প্রতিষ্ঠা হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ছাড়া হয়।

অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিকের ওয়েবসাইট থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। স্বল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরে ডাউনলোডের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে এটি সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে

১০

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

১১

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

১২

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

১৩

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

১৪

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

১৫

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

১৬

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

১৭

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

১৮

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

১৯

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

২০
X