কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশ ট্রাম্পের

ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত
ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর (ডিপার্টমেন্ট অব এডুকেশন) বন্ধ করে দেওয়া হবে।

এই আদেশে ট্রাম্প উল্লেখ করেন যে, দপ্তরটি তার উদ্দেশ্য সাধনে সফল হতে পারেনি এবং তাদের কাজের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এর পর ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরটি বন্ধ করে দেব। এই দপ্তরটি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি এবং এর মাধ্যমে শিক্ষা খাতে কোনো গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব হয়নি।

তবে, এই প্রশাসনিক নির্দেশনায় কোন কোন প্রকল্প বন্ধ হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে, ট্রাম্প বলেছেন যে, যা কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, সেগুলো অন্যান্য সরকারি সংস্থার কাছে স্থানান্তরিত করা হবে।

তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা খাতে এখন থেকে আর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রয়োজন হবে না। অঙ্গরাজ্যগুলোই নিজের মতো করে শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

এছাড়া, ট্রাম্প তার শিক্ষামন্ত্রী লিন্ডা মিকম্যানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন আইনি পদক্ষেপ গ্রহণ করে এই দপ্তরকে বন্ধ করার প্রক্রিয়া শুরু করেন। ট্রাম্প লিন্ডার কাজের প্রশংসা করে বলেন, তিনি একেবারে সঠিক পথে আছেন। মনে হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের শেষ শিক্ষামন্ত্রী হবেন।

এদিকে এই সিদ্ধান্তের পর, কিছু লোক মনে করছেন যে, শিক্ষা দপ্তর বন্ধ করার জন্য কংগ্রেসে অনুমোদন প্রয়োজন হবে এবং তা হতে পারে একটি বিতর্কিত বিষয়। যদিও ট্রাম্পের পক্ষ থেকে এই পদক্ষেপের সমর্থন রয়েছে, তবে কংগ্রেসে তা বাস্তবায়ন করার জন্য যথেষ্ট সংখ্যক সদস্যের সমর্থন পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩ জন এবং ডেমোক্র্যাটদের ৪৭ জন সদস্য রয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কমপক্ষে ৬০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

এ বিষয়ে ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও, মার্কিন শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডে অনেক নিচে অবস্থান করছে। ফলে, তিনি মনে করেন যে, এই ধরনের ব্যয়গুলো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য কার্যকরী নয়।

তবে, যদি কংগ্রেসের মাধ্যমে শিক্ষা দপ্তর বন্ধের প্রস্তাব পাস না হয়, তাও ট্রাম্প কেন্দ্রীয় সরকারের তহবিল কাটা বা কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম সংকুচিত করতে পারেন। যেমন, সম্প্রতি ইউএসএআইডি সংগঠনটি বন্ধে তিনি একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেছে।

এছাড়া, এই দিনই মার্কিন প্রশাসনের আরেকটি বিতর্কিত বিষয় সামনে আসে, যখন একটি বিচারক ফিলিস্তিনপন্থি ভারতীয় ছাত্র বদর খান সুরিকে ফেরত পাঠানোর উদ্যোগ স্থগিত করেছেন।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সুরির হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তিনি ইহুদিবিদ্বেষী প্রচার চালিয়েছেন। তবে, বিচারক নির্দেশ দিয়েছেন যে, সুরিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালত রায় না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে, ইলন মাস্কের ডোজ সামাজিক সুরক্ষা সম্পর্কিত ব্যক্তিগত তথ্য পর্যালোচনার বিষয়ে মার্কিন আদালত একটি সিদ্ধান্ত দিয়েছে, যা ছিল মাস্কের জন্য একটি বড় ধরনের পরাজয়। বিচারক লিপটন হল্যান্ডার বলেছেন, ব্যক্তিগত তথ্য দেখতে পারা নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করবে এবং এটি অবৈধ হতে পারে।

এভাবেই, একদিকে শিক্ষা দপ্তরের কার্যক্রম বন্ধে ট্রাম্পের পদক্ষেপ, অন্যদিকে মার্কিন আদালতের বিভিন্ন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।

সূত্র : এপি, এএফপি, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১০

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১১

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১২

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৩

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১৪

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১৫

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৬

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৭

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৮

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

১৯

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

২০
X