যুক্তরাষ্ট্রেরে ক্যালিফোর্নিয়ার বারে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে এ হামলা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বারে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় কর্তৃপক্ষের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় শেরিফ অফিস এ তথ্য জানিয়েছে।
অরেঞ্জ কাউন্টি শেরিফ অফিস এক এক্স ( সাবেক টুইট) বার্তায় জানিয়েছে, ট্রাবুকো কানন বারের কুক কর্নারে হামলায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিতে আহত হয়েছেন।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্স জানিয়েছে, হামলাকারী একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা। তিনি বারে গুলি চালালে চারজন নিহত হন। এছাড়া হামলায় আহত হয়ে আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শেরিফের কার্যালয় হাতহতের খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। অন্যদিকে ক্যালিফোর্নিয়া গভর্নরের কার্যালয় জানিয়েছে, তা এ হামলার বিষয় পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন