কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি সমাবেশে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন আহত

হামলার পর পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত
হামলার পর পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ইসরায়েলি সমর্থকদের একটি সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (০১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় রোববার এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল এই ঘটনাকে ‘নির্দিষ্ট সন্ত্রাসী হামলা‘ হিসেবে বর্ণনা করেছেন।

এফবিআই-এর সহকারী পরিচালক বেন উইলিয়ামসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করার সময় ইহুদি সম্প্রদায়ের একটি জনতার দিকে ফায়ারবোমা ছুড়ে মারেন।

কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইজার বলেন, লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত গোষ্ঠীর কারণে এটি একটি ‘বিদ্বেষমূলক অপরাধ’ বলে মনে হচ্ছে। তবে, বোল্ডার পুলিশ প্রধান স্টিফেন রেডফার্ন জানিয়েছেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের স্মরণে আয়োজিত একটি সমাবেশের কাছে এই হামলার ঘটনা সম্পর্কে তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, এটি ছিল বোল্ডারের পার্ল স্ট্রিটে দারুণ এক ব্কিাল। এ ধরনের কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, ভুক্তভোগীদের, তাদের পরিবার এবং এই ট্র্যাজেডির সঙ্গে জড়িত সকলের জন্য প্রার্থনা করুন।

১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্রী ব্রুক কফম্যান জানান, তিনি ঘটনাস্থলে চারজন নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেন, যাদের পা পুড়ে গিয়েছিল। তাদের একজনের শরীরের বেশিরভাগ অংশেই পোড়া দাগ ছিল।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে ইহুদিবিদ্বেষী এবং ফিলিস্তিনপন্থি উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে।

মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এক প্রতিক্রিয়ায় বলেন, এটি ভয়াবহ। ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কলোরাডোর গভর্নর জারেড পলিস বলেন, বোউল্ডারে আবারও ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা সত্যিই মর্মান্তিক ও অচিন্তনীয়।

এর আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X