যুক্তরাষ্ট্রের নেভাডার রেনোতে বৃহত্তম ক্যাসিনোর বাইরে এক বন্দুকধারী গুলি চালালে তিনজন নিহত এবং তিনজন আহত হন। এরপর পুলিশ সন্দেহভাজনকে গুলির পর গ্রেপ্তার করে। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এ হামলা হয়। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।
সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে নিহতদের কোনো যোগাযোগ ছিল না। তিনি গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের অতিথি নাকি কর্মচারী ছিলেন তাও স্পষ্ট নয়। রেনোর অন্যতম প্রধান স্থান গ্র্যান্ড সিয়েরা রিসোর্ট। সেখানে ২০২৪ সালের নির্বাচনের আগে কনসার্ট, ক্রীড়া ইভেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের একটি প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে এবং লেক তাহোয়ের উত্তর-পূর্বে শহরটি গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
পুলিশ এখনও গুলি চালানোর কারণ নির্ধারণের চেষ্টা করছে। পার্শ্ববর্তী শহর স্পার্কসের পুলিশ প্রধান ক্রিস ক্রাফোর্থ বলেন, দুজন আহতের অবস্থা গুরুতর। আর একজনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার দল তদন্তের নেতৃত্ব দিচ্ছে।
সকাল সাড়ে ৭টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। বন্দুকধারী ক্যাসিনো-হোটেলের ভ্যালেট পার্কিং এলাকায় গিয়ে একটি হ্যান্ডগান বের করে একদল লোকের দিকে তাক করে। তার বন্দুকটি প্রথমে জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু দ্রুত সে এটিকে সচল করে একাধিকবার গুলি করতে সক্ষম হয় এবং পার্কিং লট দিয়ে হেঁটে এগিয়ে যায়। তবে কিছুটা দূরে একজন সশস্ত্র ক্যাসিনো নিরাপত্তারক্ষী উপস্থিত হলে তাকেও লক্ষ্য করে গুলি চালায়।
ক্রাফোর্থ বলেন, বন্দুকধারী গার্ডের ওপর গুলি চালায়। বন্দুকধারী আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গার্ড পাল্টা গুলি চালায়।
সন্দেহভাজন ব্যক্তি পরে পার্কিং লটে গাড়ি চালিয়ে যাওয়া একজনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলি চালানোর তিন মিনিটের মধ্যে পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই চালককে হত্যা করে বন্দুকধারী।
রেনোর মেয়র হিলারি শিভ বলেছেন, অবিশ্বাস্য, দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি সন্দেহভাজনকে ক্যাসিনো-হোটেলে তাণ্ডব চালিয়ে যেতে বাধা দিয়েছে।
ক্রাফোর্থের মতে, বন্দুকধারীর কাছে একাধিক আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ছিল। সন্দেহভাজন ব্যক্তি রেনো পুলিশ অফিসারদের লক্ষ্য করেও গুলি চালায়। ওই গুলি একটি টহল গাড়িতে আঘাত করে।
তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে একাধিক অফিসার পাল্টা গুলি চালায়। তাদের গুলিতে সন্দেহভাজন আহত হলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তার অবস্থা এখনও গুরুতর। আমরা সার্বিক বিষয়ে তদন্ত করছি।
মন্তব্য করুন