কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ইয়েমেনের ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, তাদের টহল জাহাজ বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ‍হুতিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একমুখী আক্রমণাত্মক এসব ড্রোন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনার টহল দেওয়ার সময় ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড্রোনগুলো ভূপাতিত করলেও এতে তাদের যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া জাহাজের ক্রুরাও সুস্থ আছেন।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি গোষ্ঠীটির।

এর আগে গত রোববার (১৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দ করার দাবি করেছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেন।

হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইসরায়েলি জাহাজটিকে লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর ক্রুদেরসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে ইসলামী নিয়ম-নীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুতিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটিকে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জব্দ করা জাহাজটির একটি ব্রিটিশ কোম্পানির। এটি একটি জাপানি কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছে। জাহাজটির মালিকানা ইসরায়েলের নয়।

আইডিএফ জানিয়েছে, জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি আন্তর্জাতিক বেসামরিক ক্রুদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

হুতির মুখপাত্র জানান, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং নৃশংস অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সামরিক অভিযান অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছিল ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। তারা জানিয়েছিল, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক নাদিম হত্যা / আসামি বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বিক্ষোভ, পরিষদে তালা

রিকশাচালককে পেটানো সেই সমাজসেবা কর্মকর্তা পুরস্কৃত

শাহবাগে অবস্থান জুলাই যোদ্ধাদের

মিয়ানমার / জান্তার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার

‘পুরুষতন্ত্র’ নিয়ে যা বললেন ফাতিমা

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সবজিক্ষেতে গাঁজার চাষ! চাষি আটক

আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তারা

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক নেই ৫৬ স্কুলে, ব্যাহত পাঠদান

১০

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে

১১

বিএনপির পদ হারালেন আরও ৪ নেতা

১২

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

যেসব ভিআইপি আসামিদের দেখলে অন্য আসামিরা ‘থুতু’ মারে

১৪

 ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১১৫ নিষেধাজ্ঞা

১৫

মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের ‘কিংডম’

১৬

অটোরিকশাচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

১৭

দুই শিক্ষার্থীকে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্কুলশিক্ষকের স্ত্রী

১৮

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

১৯

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ আজ

২০
X