..
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

টিকটক নিষিদ্ধে আরও একধাপ এগোলো যুক্তরাষ্ট্র

টিকটক নিষিদ্ধে আরও একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
টিকটক নিষিদ্ধে আরও একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

জনপ্রিয় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক নিষিদ্ধে আরও একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই বিলে বলা হয়েছে, টিকটক আগামী ৯ মাসের মধ্যে হয়ত তার মালিকানা হস্তান্তর করবে না হলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে। বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হস্তান্তর করা হবে এবং তিনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

টিকটকের মালিকানা হস্তান্তর অথবা নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করেছে মার্কিন সিনেট। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ দ্বিতীয়বারের মতো চীনা মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেওয়াকে আইনে পরিণত করার প্রচেষ্টা চালানো হলো।

মার্কিন হাউজে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৬০-৫৮। এতে উল্লিখিত একটি শর্তে টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্সকে এক বছরের মধ্যে কোম্পানি বিক্রি করে দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। না হলে যুক্তরাষ্ট্রের সব অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হবে। তবে, এরপরও ব্যবহারকারীদের জন্য অন্যান্য উৎস থেকে অ্যাপে প্রবেশ করার সুযোগ আগের মতোই থাকবে।

মার্কিন আইনপ্রণেতারা দাবি করে আসছেন, চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এই কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। তবে ধারণা করা হচ্ছে, বাইটড্যান্সের অ্যাপটি বিক্রি করে দেওয়ার যে কোনো ধরনের প্রচেষ্টা আটকে দিতে পারেন চীনা কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইঙ্গিত দিয়েছেন, টিকটকে নিষেধাজ্ঞা দেওয়ার আইনি নথিপত্র তার ডেস্কে পৌঁছালেই তিনি এতে স্বাক্ষর করে দেবেন। বাইডেন বিলটিকে আইনে পরিণত করার নথিতে স্বাক্ষর করলে কোম্পানিটির জন্য নতুন ক্রেতা খুঁজতে বা বিষয়টি আদালতে চ্যালেঞ্জ জানাতে ১২ মাসের সময় পাবে বাইটড্যান্স।

এদিকে, বিলটি পাস হলে কোম্পানি যে মামলা করবে, তা এক রকম নিশ্চিত। এর আগে অ্যাপটি নিষিদ্ধ করার প্রচেষ্টাটি এসেছিল ট্রাম্প প্রশাসনের আমলে।

টিকটক বরাবরই বলে আসছে, তাদের কোম্পানি কখনো মার্কিন ব্যবহারকারীদের তথ্য শেয়ার করেনি এবং করবেও না।

গত মাসে ব্যবহারকারীদের উদ্দেশ্যে পোস্ট করা একটি ভিডিওতে টিকটকের সিইও শউ জি চিউ জোর দিয়ে বলেছেন, তিনি এ আইনের বিপক্ষে লড়ে যাবেন। এমনকি কংগ্রেসকে উদ্দেশ্য করে প্ল্যাটফর্মে একটি ঝুঁকিপূর্ণ প্রচারণাও চালায় কোম্পানিটি, যেখানে এই আইনের বিপক্ষে স্থানীয় প্রতিনিধিদের অভিযোগ করার আহ্বান জানানো হয় ব্যবহারকারীদের।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও টিকটকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে৷ অ্যাপের লাইট সংস্করণের কারণে কম বয়সীদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে দোকানসহ বাড়ি পুড়ে ছাই

টর্চার সেলে অমানবিক অত্যাচার করতেন মিল্টন সমাদ্দার : ডিবি

আজও সারা দেশে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সম্ভাবনা

নেপচুন ল্যাবরেটরিজে চাকরি, ৬০ বছর হলেও আবেদন

কয়লাবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

রাস্তায় ৪ তরুণীর মারামারি, দাঁড়িয়ে দেখল পুলিশও

সর্ব বিষয়ে কলকাতার সেরা নারাইন

অর্থ মন্ত্রণালয়ের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

১ লাখ টাকায় পাবেন ১১ লাখ!

১০

ফিলিস্তিন ইস্যুতে চবির সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

১১

স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

১২

উপজেলা নির্বাচন / ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার!

১৩

উখিয়া শিবিরে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গা খুন

১৪

‘মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন’

১৫

ঢাবি অধ্যাপক নাদির জুনাইদকে বাঁচানোর চেষ্টা চলছে, দাবি শিক্ষার্থীদের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন আনসার সদস্য

১৭

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম!

১৮

উপজেলা পরিষদ নির্বাচন / ভোটে অংশগ্রহণ নিয়ে বিএনপি নেতার অডিও ফাঁস!

১৯

বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কা

২০
*/ ?>
X