কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটি : উচ্চশিক্ষায় এক নতুন সম্ভাবনার দিগন্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। সৌজন্য ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। সৌজন্য ছবি

বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পেশাজীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন মানসম্পন্ন উচ্চশিক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষতা এবং বাস্তবভিত্তিক জ্ঞান। এই দিক থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২-এর অধীনে গঠিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত। রাজধানী ঢাকার মিরপুর-২ এর রূপনগরে অবস্থিত বিইউবিটি তার নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে দেশের অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বিইউবিটি চারটি অনুষদের অধীনে মোট ১২টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ের ওপর পাঠদান করে। ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এবং ল’ অনুষদের অধীনে বিবিএ, সিএসই, ইইই, সিভিল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি সাহিত্য, ইকোনমিক্স এবং এলএলবির মতো জনপ্রিয় কোর্সগুলো রয়েছে। রয়েছে ইভিনিং ক্লাসের ব্যবস্থাও, যা পেশাজীবীদের জন্য বিশেষভাবে উপযোগী। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত, যা বিশ্ববিদ্যালয়টির আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাদান পদ্ধতি। প্রতিটি বিভাগেই রয়েছে আপডেটেড কারিকুলাম, আধুনিক আইটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ই-লার্নিং সুবিধা। নিয়মিত অনুষ্ঠিত হয় সেমিনার ও ওয়ার্কশপ, যেখানে একাডেমিক ও শিল্প খাতের বিশেষজ্ঞদের সরাসরি অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান শিক্ষার্থীরা। পাশাপাশি বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের মাধ্যমে গবেষণাকে উৎসাহিত করা হচ্ছে। দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্র।

২০১৭ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এখানে শিক্ষকদের অনেকেই দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে পাঠদানে নিয়োজিত, যা পাঠদানের মানে বিশেষ মাত্রা যোগ করে। শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে রিসার্চ গ্রান্ট, পাবলিকেশন সাপোর্ট ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ।

শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে বিইউবিটি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমেও সম্পৃক্ত রাখে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্লাব যেমন- বিইউবিটি ডিবেট ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, আইটি ক্লাব, কালচারাল ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, রোভার স্কাউটস ও বিএনসিসি, শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনে সহায়তা করছে। নিয়মিত আয়োজিত চাকরি মেলা, ক্যারিয়ার কাউন্সেলিং, সেমিনার এবং স্পট ইন্টারভিউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগও নিশ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাডেমিক ভবন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, সেমিনার হল, আইটি ল্যাব, মেডিকেল সেন্টার ও ক্যাফেটেরিয়া। খেলাধুলার জন্য রয়েছে মিরপুর বেড়িবাঁধের পাশে ২২ বিঘা জমিতে নির্মিত একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বিইউবিটিকে আরও অনন্য করে তুলেছে।

বিইউবিটির গ্র্যাজুয়েটরা ইতোমধ্যে দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে চাকরি ও উচ্চশিক্ষায় স্থান করে নিচ্ছে। এটি প্রমাণ করে যে, বিইউবিটি শুধুই একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম- যেখানে শিক্ষার্থী শুধু ডিগ্রি অর্জন করে না, বরং ভবিষ্যৎ নেতৃত্বদানের যোগ্য হয়ে গড়ে ওঠে।

উচ্চশিক্ষার প্রতি অঙ্গীকার, প্রযুক্তিনির্ভর শিক্ষাদান ও নিয়মিত গবেষণার মাধ্যমে বিইউবিটি আজ বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি নির্ভরযোগ্য ও গর্বিত নাম। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত একটি প্রজন্ম গড়তে বিইউবিটি বদ্ধপরিকর।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) প্লট নং. ৭৭-৭৮, মেইন রোড, রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X