ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:১৩ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

ডিসি-এসপিরা আওয়ামী লীগের বাবা: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে সবখানে শুধু দলীয়করণ আর দলীয়করণ। এখনকার ডিসি আর এসপিদের কথা শুনে মনে হয়, তারা আওয়ামী লীগের বাবা। গতকাল বুধবার দুপুরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল-পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সরকার নীলনকশা অনুযায়ী কাজ শুরু করেছে। এদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক তাদের ক্ষমতায় থাকতেই হবে। এজন্য তারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে, সব ক্ষেত্রে দলীয়করণ করছে। ঠিক নির্বাচনের আগে আগে গোটা দেশে ডিসি-এসপি, ইউএনও-ওসি সব পরিবর্তন করে তাদের মতো করে সাজাচ্ছে। তাদের কথা যারা শুনবে, শুধু তাদের এই জায়গায় নিয়ে আসবে। তিনি আরও বলেন, কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য এক অনুষ্ঠানে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এটাই তার প্রমাণ। চাকরিতে প্রবেশের সময় নেওয়া শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনও যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে, তাহলে আমাদের নেতাকর্মীদের কচুকাটা করবে। তাই তিনি দলীয় নেতাকর্মীদের জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমান আইনে জামিনযোগ্য ও মুক্তি তার প্রাপ্য। কিন্তু তাকে জামিন দেওয়া হয় না। তিনি এখনো অন্তরীণ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন। দোয়া করি, আল্লাহতাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। তার হায়াত দারাজ করেন। তিনি বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাকে অকারণে জেলে যেতে হয়নি। এমনকি তাদের সাধারণ সম্পাদককেও কোনো দিন জেলে যেতে হয়নি। তাদের দলের প্রধান শেখ হাসিনাকেও জেলে যেতে হয়নি। অথচ আমার বিরুদ্ধেই ১০০-এর ওপরে মামলা। বিএনপি চেয়ারপারসন দীর্ঘ ৫ বছর ধরে কারাগারে আছেন।

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি।

পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল। এতে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের 

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

যেসব দেশে বিয়ে করলেই নাগরিকত্ব পেতে পারেন আপনিও

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

১০

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

১১

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

১২

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

১৩

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

১৪

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

১৫

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

১৬

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

১৭

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

১৮

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

১৯

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

২০
X