হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাকে বলেছেন—‘দেখ, তুমি কোনো সাদা বর্ণের মানুষ কিংবা কালো বর্ণের মানুষের চেয়ে উত্তম নও। অবশ্য তুমি তাকওয়ার কারণে তাদের চেয়ে উত্তম হতে পারো।’ (মুসনাদে আহমাদ: ৫/১৫৮)
শিক্ষা
১. ইসলামের দৃষ্টিতে সাদা-কালো-লাল—এসব বর্ণের তারতম্যের কারণে মানুষের মর্যাদায় কমবেশি হয় না।
২. আল্লাহর কাছে মর্যাদায় সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাকওয়ার অধিকারী ব্যক্তি। তাকওয়ায় যে যত উঁচু আল্লাহর কাছে, তার মর্যাদা তত উঁচু।
৩. বর্ণভেদের কারণে মানুষের মর্যাদায় কমবেশি করা ঠিক নয়। মানুষকে তার তাকওয়া ও খোদাভীরুতার নিক্তিতে সম্মান করা।
৪. সাদা-কালো-লাল—এসব বর্ণের কারণে নিজেকে সম্মানী বা তুচ্ছ মনে না করা। আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, সে অবস্থার ওপর সন্তুষ্ট হয়ে তাকওয়ার গুণ বৃদ্ধি করার চেষ্টা করা।
মন্তব্য করুন