দুর্গাপূজায় কলকাতার চলচ্চিত্র অঙ্গন এবার যেন সিনেমার পর্দার বাইরেও রোমাঞ্চকর এক যুদ্ধক্ষেত্র। বিগ বাজেটের চার ছবিকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, হল দখলের লড়াই আর দর্শক-সমালোচকের বিতর্কে এরই মধ্যে উত্তাল ইন্ডাস্ট্রি। এই উত্তাল অবস্থার মধ্যেই নীরব বার্তায় ঝড় তুললেন টালিউড সুপারস্টার জিৎ। যিনি সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন, তিনিই এবার এক রহস্যময় পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যখন টালিপাড়ায় ছবি মুক্তির ডামাডোল চলছে, ঠিক তখনই অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি লেখেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।
অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্য বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?
জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করেছেন, ‘এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’ আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।’
তবে বরাবরের মতোই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি।
ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।
মন্তব্য করুন