কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
বইপত্র

প্রাবল্য ও দুর্বলতার খণ্ডচিত্র

প্রাবল্য ও দুর্বলতার খণ্ডচিত্র

এ বছরের জুনে প্রকাশিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ শীর্ষক বই। বইটিতে প্রায় অর্ধশত নিবন্ধ স্থান পেয়েছে। প্রকাশ করেছে সূচিপত্র। প্রচ্ছদশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। সোয়া দুইশ পৃষ্ঠার এ বইটির দাম ৬০০ টাকা।

স্বাভাবিকভাবেই বইটিতে তিনি রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষদের প্রাবল্য ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানান খণ্ডচিত্র তিনি তুলে এনেছেন। আমাদের দেশে পাঠাভ্যাস কমতে কমতে এখন এক আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। তবু এ বইয়ের আলোচ্য বিষয়গুলোতে মেধাবী তরুণদের একটা অংশের প্রবল আগ্রহ এখনো অটুট আছে। এ বইয়ে তাদের জানার এবং আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক করার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। গল্পের মতো করে তিনি সেসবের কিছু ঘটনা লিখেছেন। বিশ্লেষণে নিজস্ব দৃষ্টিভঙ্গির ছাপ থাকলেও বিবরণ ও বর্ণনায় তিনি সাংবাদিকের নৈর্ব্যক্তিকতা বজায় রাখার চেষ্টা করেছেন। এগুলো পুরোপুরি স্মৃতিকথা বা জীবনকাহিনিও নয়। আবার নয় গল্পও। তবে অ্যানেকডোট তো বলতে হয় গল্পের ঢঙেই। লেখক তাই বিবরণগুলো গল্পের মতো করেই দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু গল্প তো কাল্পনিক কিংবা কল্পনার রং মেশানো। লেখকের অ্যানেকডোটগুলো কাল্পনিক কিংবা কল্পনার রঙে রাঙানো নয় মোটেও। এগুলো পুরোই বাস্তব ও নিরেট সত্য।

অ্যানেকডোটের সার্বজনীন ও সর্বজনগ্রাহ্য কোনো সংজ্ঞা বা কাঠামো নেই। তবে তাৎপর্যপূর্ণ কোনো ঘটনা কিংবা বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের জীবনের চমকপ্রদ দিকের মজাদার বিবরণকেই সচরাচর অ্যানেকডোট বলে ধরা হয়। অ্যানেকডোট কোনো কিছুরই পূর্ণ নয়, খণ্ডচিত্র বলে এগুলো আকারে নাতিদীর্ঘ। দুয়েকটি লেখা একটু দীর্ঘ হয়ে গেছে। তবে তাতে অসিদ্ধ কিছু হয়েছে বলে মনে হয় না।

মারুফ কামাল খান প্রধানত সাংবাদিক। শিক্ষার্থী থাকতেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এ পেশার নানা শাখা-প্রশাখায় কাজ করেছেন। রাজনৈতিক ভাষ্যকার ও কলাম লেখক হিসেবেও পরিচয় গড়েছেন। আবৃত্তি ও বিতর্কসহ নানান সংস্কৃতি-কর্মেও জড়িয়েছেন। তবে লেখালেখির জগতে সবার আগে হাতেখড়ি হয় তার কবিতায়। বিভিন্ন সাময়িকী ও সংকলনে কবিতা বেরোয় সেই কিশোর বয়সেই। প্রথম কবিতার বই ‘যৎকিঞ্চিৎ আলোছায়া’ বেরোয় ১৯৭৩ সালে। তারপর দীর্ঘ বিরতি। মাঝে নানা কাগজে কবিতা বেরিয়েছে কিছু। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অসময়ের ফোঁড়’। কবিতা ছাড়াও নিবন্ধ, ছড়া, গল্প ও উপন্যাস লিখে থাকেন। তার একমাত্র প্রকাশিত ছড়া সংকলনের শিরোনাম ‘দুর্দিনের দিনলিপি’। রাজনৈতিক নিবন্ধ নিয়ে দুটি বই বেরিয়েছে ‘দুঃশাসনে বন্দি স্বদেশ’ ও ‘জিয়া: বাংলাদেশের মূলধারা’। এবার বেরোল ‘রাজনীতির সদরে-অন্দরে’। মারুফ কামাল খানের একমাত্র উপন্যাসের শিরোনাম ‘উচ্ছিষ্ট নিসর্গ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দেশের সঙ্গে সম্পর্ক থাকা কে এই ‘গ্লোবাল’ ক্রিকেটার

কেন করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া?

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

১০

অযত্নে নষ্ট অর্ধকোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

১১

সুপেয় পানির সংকট মোকাবিলায় ট্যাংক বিতরণ

১২

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে : রাশেদ খান

১৩

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও জনসমাবেশ

১৪

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন শহর, দূষণ ১৬ গুণ বেশি

১৫

‘শহীদ শামসুজ্জোহার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই’

১৬

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

১৭

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ এ্যানির

১৮

শুঁটকি উপকারী না ক্ষতিকর? কী বলছেন পুষ্টিবিদ

১৯

ভারত / প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

২০
X