এ বছরের জুনে প্রকাশিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ শীর্ষক বই। বইটিতে প্রায় অর্ধশত নিবন্ধ স্থান পেয়েছে। প্রকাশ করেছে সূচিপত্র। প্রচ্ছদশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। সোয়া দুইশ পৃষ্ঠার এ বইটির দাম ৬০০ টাকা।
স্বাভাবিকভাবেই বইটিতে তিনি রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষদের প্রাবল্য ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানান খণ্ডচিত্র তিনি তুলে এনেছেন। আমাদের দেশে পাঠাভ্যাস কমতে কমতে এখন এক আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। তবু এ বইয়ের আলোচ্য বিষয়গুলোতে মেধাবী তরুণদের একটা অংশের প্রবল আগ্রহ এখনো অটুট আছে। এ বইয়ে তাদের জানার এবং আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক করার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। গল্পের মতো করে তিনি সেসবের কিছু ঘটনা লিখেছেন। বিশ্লেষণে নিজস্ব দৃষ্টিভঙ্গির ছাপ থাকলেও বিবরণ ও বর্ণনায় তিনি সাংবাদিকের নৈর্ব্যক্তিকতা বজায় রাখার চেষ্টা করেছেন। এগুলো পুরোপুরি স্মৃতিকথা বা জীবনকাহিনিও নয়। আবার নয় গল্পও। তবে অ্যানেকডোট তো বলতে হয় গল্পের ঢঙেই। লেখক তাই বিবরণগুলো গল্পের মতো করেই দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু গল্প তো কাল্পনিক কিংবা কল্পনার রং মেশানো। লেখকের অ্যানেকডোটগুলো কাল্পনিক কিংবা কল্পনার রঙে রাঙানো নয় মোটেও। এগুলো পুরোই বাস্তব ও নিরেট সত্য।
অ্যানেকডোটের সার্বজনীন ও সর্বজনগ্রাহ্য কোনো সংজ্ঞা বা কাঠামো নেই। তবে তাৎপর্যপূর্ণ কোনো ঘটনা কিংবা বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের জীবনের চমকপ্রদ দিকের মজাদার বিবরণকেই সচরাচর অ্যানেকডোট বলে ধরা হয়। অ্যানেকডোট কোনো কিছুরই পূর্ণ নয়, খণ্ডচিত্র বলে এগুলো আকারে নাতিদীর্ঘ। দুয়েকটি লেখা একটু দীর্ঘ হয়ে গেছে। তবে তাতে অসিদ্ধ কিছু হয়েছে বলে মনে হয় না।
মারুফ কামাল খান প্রধানত সাংবাদিক। শিক্ষার্থী থাকতেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এ পেশার নানা শাখা-প্রশাখায় কাজ করেছেন। রাজনৈতিক ভাষ্যকার ও কলাম লেখক হিসেবেও পরিচয় গড়েছেন। আবৃত্তি ও বিতর্কসহ নানান সংস্কৃতি-কর্মেও জড়িয়েছেন। তবে লেখালেখির জগতে সবার আগে হাতেখড়ি হয় তার কবিতায়। বিভিন্ন সাময়িকী ও সংকলনে কবিতা বেরোয় সেই কিশোর বয়সেই। প্রথম কবিতার বই ‘যৎকিঞ্চিৎ আলোছায়া’ বেরোয় ১৯৭৩ সালে। তারপর দীর্ঘ বিরতি। মাঝে নানা কাগজে কবিতা বেরিয়েছে কিছু। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অসময়ের ফোঁড়’। কবিতা ছাড়াও নিবন্ধ, ছড়া, গল্প ও উপন্যাস লিখে থাকেন। তার একমাত্র প্রকাশিত ছড়া সংকলনের শিরোনাম ‘দুর্দিনের দিনলিপি’। রাজনৈতিক নিবন্ধ নিয়ে দুটি বই বেরিয়েছে ‘দুঃশাসনে বন্দি স্বদেশ’ ও ‘জিয়া: বাংলাদেশের মূলধারা’। এবার বেরোল ‘রাজনীতির সদরে-অন্দরে’। মারুফ কামাল খানের একমাত্র উপন্যাসের শিরোনাম ‘উচ্ছিষ্ট নিসর্গ’।
মন্তব্য করুন