মোস্তফা কামাল
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

‘আহমেদ অ্যান্ড আহমেদ’

‘আহমেদ অ্যান্ড আহমেদ’

বেশির চেয়েও বেশি। মানে, বেশি বেশি। কাকতালীয় বা ঘটনাচক্রে দ্রুততম অ্যাকশন। একটি আদালতি, আরেকটি বৈশ্বিক। আবার দুটিতেই যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিকতা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ফুচকা সফর-পরবর্তী মজাদার আলাপের মধ্যেই এক আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খাস খবর। আরও আগেই নিষেধাজ্ঞা খেয়ে থাকা আরেক আহমেদ সাবেক আইজিপি বেনজীর। আজিজ আহমেদকে নিয়ে নানা মাতবোলের মধ্যেই বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ। সেইসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। আদেশটি দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলার পরিপ্রেক্ষিতে। বেনজীর আহমেদের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দ করতে বলেছেন আদালত। এর মধ্যে রয়েছে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও।

তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদসহ আলাদিনের চেরাগের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং লোকমুখে ছিল রসালো আলাপ। এর জেরেই বেনজীরের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক। এর আগে বেনজীরের সম্পদের অনুসন্ধানে একটি কমিটি করার কথা গত ২২ এপ্রিল আনুষ্ঠানিক জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। এরপর ২৩ এপ্রিল এক আদেশে তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ পুলিশে বেনজীর আহমেদ শুধু ইতিহাস নন, ভূগোলও। চাকরিতে পেয়েছিলেন শুদ্ধাচার পদক। তার মেধা উপচেপড়া, কঠিন বিষয়ে ডক্টরেট করা, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া, ফাটাফাটি ইংরেজিতে কথা বলাসহ বন্দনাময় খবর ছিল মাঝেমধ্যেই। চাকরি শেষেও বহুল আলোচিত। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন তিনি। এর আগে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার, র‌্যাবের মহাপরিচালক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবের সাত কর্মকর্তার ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একজন তিনি। তখন তিনি জাঁদরেল আইজিপি। এ নিয়ে একটি উপাখ্যান তৈরি হয় তখন। খবরটি সঠিক নয়, সঠিক হলেও তাতে কিছু যায়-আসে না বলে দাবিও করা হয়। দাবির পক্ষে বক্তব্য ছিল ধারে-ভারে টনটনে। নিষেধাজ্ঞার মধ্যেই ২০২২ সালের আগস্টে বেনজীর আহমেদ জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সেখানে তিনি এক বক্তব্যে বলেছিলেন, ‘এই তো আমি যুক্তরাষ্ট্রেই আছি।’ কথার সময় ছিল ভিন্ন স্টাইলের হাসি, ব্যতিক্রমী অঙ্গভঙ্গিও। ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজি বা পুলিশপ্রধান থাকা অবস্থায় কোনো সংবাদমাধ্যমে দুর্নীতির খবর আসেনি। কিছু ইশারা-ইঙ্গিত ছিল সোশ্যাল মিডিয়ায়। বরং তার সঙ্গে পরিচয় আছে জানান দেওয়ার একটা বাহাদুরি ছিল। একটা সেলফি থাকা তো গর্বের বিষয়। পুলিশপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার অনেক পর গণমাধ্যমে তার দুর্নীতির টুকটাক খবর আসতে থাকে। গেল কয়েক দিনে বয়ে যায় খবরের বন্যা।

তার পরিবারের মালিকানায় প্রায় ১ হাজার ৪০০ বিঘা জমির ওপর নির্মিত রিসোর্ট, রিসোর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি, একটি ফাইভ স্টার হোটেলের ২ লাখ শেয়ারসহ আরও কত খবর। এসবের প্রতিবাদ করেছিলেন স্মার্টের চেয়েও স্মার্ট হয়ে। ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওর মাধ্যমে বলেছিলেন, তার পরিবারের যে সম্পদ রয়েছে, তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে। অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে, তা কেউ প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও দাবি করেন। এভাবেই চলছিল। একটু একটু করে হারিয়েও যেতে থাকে এই আহমেদের ইস্যুটি। আরেক আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজের নিষেধাজ্ঞার ইস্যু সামনে চলে আসায় বেনজীর ইস্যু তলানিতেই পড়ে গিয়েছিল। কিন্তু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর আদালতপাড়া হয়ে খবরটি চলে আসে গণমাধ্যমে। এতে আজিজের খবর মাঠে মারা যায়নি। মাঝে এক এমপির ভারতে মৃত্যুর খবর টপ লাইনে চলে গেলেও নিউজ লিস্টে দুই আহমেদ ফর্মেই আছেন।

প্রশ্ন ঘুরছে—শেষ দৃশ্যে কী আছে? এর ধারাবাহিকতা কোথায় গড়াতে পারে? আজিজ-বেনজীরকে ইস্যু করে প্রচুর বগল বাজানোর দুর্গন্ধময়তা মালুম করা যাচ্ছে। কিছুটা বিনা মেঘে বজ্রপাত বা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আকস্মিক ছিল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনা। সাবজেক্টেই ছিলেন না তিনি। তাকে নিষেধাজ্ঞার আওতায় ফেলার কারণ বা ঘটনা সব আগেরই। সময়টায় একটু ভিন্নতা। নিষেধাজ্ঞাটির আগে ঢাকা সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এ আগমনকে ক্ষমতাসীন দল থেকে ‘বিনা দাওয়াতে আসা’ বলা হলেও যথারীতি তাকে রাজসিক আপ্যায়ন, আদর-সমাদর করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন। প্রীতি ম্যাচটির একটি ভিডিও পর্যন্ত ছেড়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বোলিং-ব্যাটিং দুটোই করেছেন। ফুচকা-কলা ইত্যাদি খেয়েছেন। সব মিলিয়ে লুর এবারের সফর নিজেদের জন্য আশীর্বাদ বলে প্রচারও করেছে সরকার তথা আওয়ামী লীগ। জানানো হয়েছে, লু বলে গেছেন তারা পেছনে নয়, সামনে এগিয়ে যেতে চান। শুধু তাই নয়, সরকারকে আর চাপে রাখবেন না বলে কথাও দিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে আর কাউকে স্যাংশন ধরনের কিছু দেওয়া হবে না, আগে দেওয়া স্যাংশনও তুলে নেওয়া হতে পারে বলে লু বাতাস দিয়ে গেছেন মর্মে কিছু গুঞ্জনও ছড়ানো হয়।

লুর এবারের যাত্রায় বিএনপির কারও সঙ্গে না বসার উল্লাসও ধরে রাখতে পারেনি ক্ষমতাসীনরা। তাদের এমন উইন-উইন ভাবের মধ্যেই ‘জীবনে ২০১৮ সালের মতো এত সুন্দর নির্বাচন আর দেখেননি’ বলে জানান দেওয়া বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র তাদের দেওয়া বিবৃতিতে বলেছে, তারা যথারীতি বাংলাদশকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করছে। সরকার বা আওয়ামী লীগ থেকে জেনারেল আজিজ ভালো লোক—এমন দাবি করা হচ্ছে না। কথাবার্তা যা হচ্ছে সবই সাইড টক। নানা কথার একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে দেশীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হওয়ার পরও একই মতিগতি সরকারের। জেনারেল আজিজকে নিয়ে আলজাজিরায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামে একটি তথ্যচিত্রে যা বলা হয়েছিল, এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিবৃতিতেও প্রায় তা-ই বলা হয়েছে। আলজাজিরারটি ছিল ডকুমেন্টারি বৈশিষ্ট্যে। জারিকৃত স্যাংশন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাঝে তথ্য সেগুলোই।

জেনারেল আজিজ অবসরে যান ২০২১ সালের ২৪ জুন। এতদিন পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় খবরটি এসেছে গত সোমবার মধ্যরাতে। স্বাভাবিকভাবেই তখন বাংলাদেশের মানুষ ঘুমিয়ে। ভোরের দিকে খবরটি জানাজানি হয়। আসলে জেনারেল আজিজের ভিসা বাতিল হয় ২০২১ সালে। তখন তার পরিবারের সদস্যদের ভিসা বাতিলের খবর ছিল না। তখনকার খবর ছিল—সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পত্র মারফতে তার মার্কিন ভিসা বাতিলের কথাও জানানো হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরার একটি ডকুমেন্টারিতে আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের কিছুদিন পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। এতে তার ভাই হারিছ-জোসেফসহ পরিবারের বাকিদের নানা অপকর্ম তুলে আনা হয়। আজিজ তখন এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তা এখনো করছেন। তখন তার সিরিয়াস সহায়ক ছিল সরকার ও ক্ষমতাসীন দল। আলজাজিরার তথ্যচিত্রকে বলা হয়েছিল, এটি সরকারের বিরুদ্ধে একটি বিজ্ঞাপন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন জেনারেল আজিজকে নিজের কথা নিজেরই বলতে হচ্ছে। বেনজীরেরও তাই।

আলজাজিরা রিপোর্টে রাষ্ট্রপতিকে দিয়ে আজিজের ভাই সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ, হারিছকে বিদেশ পালানোর ব্যবস্থা করে দেওয়ার বিস্তারিত বিবরণ ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে এখন পরিষ্কার জানানো হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। তিনি তার ভাইদের বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এ ছাড়া ভাইকে অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করেছেন। সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষও নিয়েছেন। অভিযোগগুলো গুরুতর। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো জেনারেলের ওপর এমন নিষেধাজ্ঞা জারি। আবার বেনজীরকে নিয়ে যা হচ্ছে বা চলছে, তাও গুণবিচারে নজিরবিহীন। দুটি বাহিনীর সাবেক দুজন প্রধানকে এভাবে ধরে বসার নেক্সট অ্যাপিসোডের ওপর নির্ভর করছে অনেক কিছু। যে যুক্তরাষ্ট্র তার আপনজন ইসরায়েল সুযোগ পেলেই আলজাজিরার টুঁটি চেপে ধরছে, সেই আলজাজিরার একটা কনটেন্টের ওপর ভর করা অবশ্যই প্রশ্নবিদ্ধ। গণতন্ত্র ভোটাধিকারই তার আসল চাওয়া? বাংলাদেশ টিম থাকে বলেই ক্রিকেটে জয়ের স্বাদ পায় তারা।

লেখক: সাংবাদিক-কলামিস্ট;

ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

‘এশিয়া কাপ জিতবে ভারত’

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে তাকে পাবে?

বন্ধ হচ্ছে কুমিল্লার সেই ইউটার্ন

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে 

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

১০

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন

১১

মেসিদের সফরে ভারতের বিশাল খরচ, কত টাকা লাগছে আর্জেন্টিনাকে আনতে?

১২

আইটেম গানে নুসরাতের বাজিমাত

১৩

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

১৪

বিয়ের আগে প্রবাসীর জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়

১৫

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে রমরমা বাণিজ্য

১৬

ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

১৭

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

১৮

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

১৯

দুই হাতে বল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’, ভিডিও ভাইরাল

২০
X