শফিকুল ইসলাম
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:২৭ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দিচ্ছে বিএনপি

তৃণমূলকে উজ্জীবিত রাখাই লক্ষ্য
কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দিচ্ছে বিএনপি

হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত এবং চাঙ্গা রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে ফের রাজপথে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দলটি। এরই মধ্যে বিএনপির ভ্যানগার্ডখ্যাত ছাত্রদলের নতুন কমিটিও হয়েছে। এখন বিভিন্ন জেলা-উপজেলায় কারামুক্ত ও নির্যাতিত নেতাকর্মীদের স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদফা আন্দোলনে যেসব নেতাকর্মী জেলখানার বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে। একই সঙ্গে নির্যাতিত নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

৭ জানুয়ারি নির্বাচনের পর এ পর্যন্ত যেসব নেতাকর্মী কারামুক্ত হয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে কর্মিসভা এবং সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মী কারাবন্দি হয়েছিলেন। তাদের সম্মানিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। সংবর্ধিত নেতারা বলছেন, এই আয়োজন আগামীর আন্দোলনকে আরও গতিশীল করবে।

জানা গেছে, গত কয়েকদিনে পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদী, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তবে কয়েক জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়ে পণ্ড করেছে বলে অভিযোগ মিলেছে। এ ছাড়া আসন্ন রমজান মাসে তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমেও নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়ার চিন্তা আছে বিএনপির। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। এদিকে কেন্দ্রীয়ভাবে আপাতত চারটি ইফতার মাহফিলের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা। এর মধ্যে প্রথম রোজায় এতিম ও আলেমদের সঙ্গে এবং ২৮ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল হবে। এর বাইরে কূটনৈতিক ও পেশাজীবীদের সঙ্গে পৃথকভাবে দুটি ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সারা দেশে দায়িত্বশীল নেতাদের গ্রেপ্তারের পর যারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধন্যবাদ ও ‘কৃতজ্ঞতা’ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ কালবেলাকে বলেন, রমজান মাসে আমরা শান্তির বার্তা নিয়ে দেশের জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে যেতে চাই। ত্যাগী-নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন ও সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে চাই, যাতে নেতাকর্মীদের মনোবল আরও চাঙ্গা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন নির্দেশনা দিয়েছেন।

তিনি উদ্বেগ জানিয়ে বলেন, আমরা ভেবেছিলাম একতরফা ডামি নির্বাচন করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে কিছুটা হলেও স্পেস দেবে। কিন্তু না, তারা আরও বেপরোয়া এবং আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী, যা অত্যন্ত দুঃখজনক।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন জোরদার করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-গণহারে গ্রেপ্তারের অভিযোগ তোলে বিএনপি। একপর্যায়ে ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কয়েকদিন আগে থেকেই গ্রেপ্তার শুরু হয়। এমনকি মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির দাবি, মহাসমাবেশ ঘিরে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৮৪টির বেশি মামলায় ১ লাখ ৫ হাজার ৬৮৪ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ সময় ২৭ হাজার ৫১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়; একজন সাংবাদিকসহ প্রাণ হারান ২৮ জন। ৯ হাজার ৭০৪ জন আহত হন। তবে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে অধিকাংশ নেতাকর্মী কারামুক্ত হয়েছেন জানা গেছে।

সিনিয়র নেতাদের মধ্যে এখনো কারাবন্দি আছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে বিএনপির নীতিনির্ধারকদের প্রত্যাশা, কারাবন্দি নেতারা রোজার আগেই ছাড়া পাবেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, বিএনপি হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা তো আর রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে পারি না। সুতরাং আন্দোলনের যুদ্ধে কৌশলের অংশ হিসেবে মাঝেমধ্যে পিছু হটতে হয়। পিছু হটা মানেই সবসময় হেরে যাওয়া নয়। এতে হতাশ হওয়ারও কিছু নেই। নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে ইফতার এবং সংবর্ধনার মাধ্যমে তারা আরও উজ্জীবিত হবেন। দ্বাদশ সংসদ বাতিল ও একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে, সেটা ক্রমেই বেগবান হবে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, আমাদের জেলা সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ কয়েকজন নেতাকর্মী এখনো কারাগারে বন্দি। তাদের মুক্তির পর সম্ভব হলে দ্রুত সংবর্ধনার আয়োজন করা হবে। না হলে রোজার মাসে জেলার উদ্যোগে বড় আকারে ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হবে।

গত রোববার পাবনা জেলা বিএনপির উদ্যোগে কারামুক্ত বিএনপি ও

অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। শহরের লাহিড়ী পাড়ায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাকসুদুর রহমান খন্দকারের পরিচালনায় আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

গত শনিবার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮টি ইউনিটের কারামুক্ত সাতশ নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সকালে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

গত ২ মার্চ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মিসভা এবং কারামুক্ত নেতাকর্মীদের গণসংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও গত ১৮ ফেব্রুয়ারি কালীগঞ্জে দলীয় কার্যালয়ে কারামুক্ত ৬০ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এর আগে ২৫ জানুয়ারি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কারামুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ১৪৩ জনকে পৃথকভাবে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। হযরত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা যারা কারাবন্দি ছিলাম, আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আর ভয় পাব না। এই সংবর্ধনা নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে।

তবে অনুমতি না নেওয়ার অভিযোগে গত শুক্রবার গাজীপুরের শ্রীপুরে কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করে দেয় পুলিশ। ওইদিন দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১০

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১১

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১২

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৩

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৪

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৫

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১৭

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১৮

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১৯

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

২০
X